ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা: ইরানের হুঁশিয়ারি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার (৮ নভেম্বর) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননের যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই সম্পর্কে আরাগচি বলেন, যুদ্ধের পরিধি আরও বাড়লে এর ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না; নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। খবর এএফপির।

ইসরায়েল বর্তমানে গাজায় ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ চালাচ্ছে। এই সংঘাত শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন আক্রমণের প্রতিক্রিয়ায়। ইসরায়েলের মনোযোগ বর্তমানে লেবাননের দিকে চলে গেছে, যেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সেপ্টেম্বর থেকে ব্যাপক লড়াই চলছে।

এছাড়া, সম্প্রতি ইসরায়েল ২৬ অক্টোবর ইরানে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ছিল ইরানের ১ অক্টোবরের হামলার প্রতিশোধ। ইরান জানিয়েছে, এই হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছেন এবং কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একজন বেসামরিক নাগরিকও মারা গেছেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান ইসরায়েলকে পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি হলে ইরানের প্রতিক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “যদি ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নেয় এবং নিরীহ মানুষদের হত্যা বন্ধ করে, তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা বা ধরন ভিন্ন হতে পারে।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি বৃহস্পতিবার সতর্ক করে বলেন, ইসরায়েল ইরানে সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চায়। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমাদের বুঝেশুনে পদক্ষেপ নিতে হবে এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো যাবে না।”

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা: ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার (৮ নভেম্বর) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননের যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই সম্পর্কে আরাগচি বলেন, যুদ্ধের পরিধি আরও বাড়লে এর ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না; নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। খবর এএফপির।

ইসরায়েল বর্তমানে গাজায় ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ চালাচ্ছে। এই সংঘাত শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন আক্রমণের প্রতিক্রিয়ায়। ইসরায়েলের মনোযোগ বর্তমানে লেবাননের দিকে চলে গেছে, যেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সেপ্টেম্বর থেকে ব্যাপক লড়াই চলছে।

এছাড়া, সম্প্রতি ইসরায়েল ২৬ অক্টোবর ইরানে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ছিল ইরানের ১ অক্টোবরের হামলার প্রতিশোধ। ইরান জানিয়েছে, এই হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছেন এবং কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একজন বেসামরিক নাগরিকও মারা গেছেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান ইসরায়েলকে পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি হলে ইরানের প্রতিক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “যদি ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নেয় এবং নিরীহ মানুষদের হত্যা বন্ধ করে, তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা বা ধরন ভিন্ন হতে পারে।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি বৃহস্পতিবার সতর্ক করে বলেন, ইসরায়েল ইরানে সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চায়। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমাদের বুঝেশুনে পদক্ষেপ নিতে হবে এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো যাবে না।”