চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের অনড় অবস্থানের পর এবার কড়া বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। টুর্নামেন্ট নিয়ে ভারতের সাথে বারবার ভালো ব্যবহার করা হলেও, এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেন পিসিবি চেয়ারম্যানের।
মূলত ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরের পরই এমন প্রতিক্রিয়া জানান নাকভি। খবরে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, টুর্নামেন্টের জন্য পাকিস্তানে দল পাঠাবে না তারা।
এর প্রতিক্রিয়ায় লাহোরে নাকভি হুঁশিয়ারি দেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সাথে সৌজন্যমূলক আচরণ দেখালেও এবার কঠোর অবস্থানে যাবে পিসিবি।
যেকোনো মূল্যে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার আহবানও জানান তিনি। এদিকে, বিসিসিআইয়ের দাবি, পাকিস্তান সফরের বিষয়ে সরকারের যেকোনো নীতিগত সিদ্ধান্ত মেনে নেবে তারা।