টিসিবির ৪৩ লাখ কার্ডে অনিয়ম
- আপডেট সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক ব্যক্তি পণ্য পাচ্ছে। হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রুপান্তর করতে গিয়ে দেখা গেছে ৪৩ লাখ কার্ডে অনিয়ম রয়েছে। তবে নানা জটিলতায় সব হাতে লেখা ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রুপান্তর করা সম্ভব হয় নি, তাই এখনও আগের হাতের লেখা কার্ডেই টিসিবির পণ্য বিতরণ করতে হচ্ছে।
আজ শনিবার তেঁজগাওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
স্থানীয় প্রশাসন বা জনপ্রনিধিরা না থাকায় টিসিবির পণ্য ভোক্তা পর্যায়ে ঠিক মত পৌঁছাচ্ছে কি না তাও সঠিকভাবে মনিটর করা যাচ্ছে না।
রমজানে টিসিবির ৫ টি পণ্য তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল বিক্রি করা হবে। আর সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে ৪টি পণ্য বিক্রি হবে।
এক কোটি কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ ট্রাকে থেকে টিসিবির পণ্য কিনতে পারছে। প্রতি ট্রাকে ৩৫০ জনকে দেয়া হচ্ছে।