বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ নভেম্বর) রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। তারা কাজ করছে। গত তিন মাসে অনেক কাজ করেছে। সংস্কারের কাজ করছে, ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনছে।’ তরুণদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘এই সুযোগ হাতছাড়া হলে জাতির অস্তিত্ব সংকটে পড়েবে। ফ্যাসিবাদিরা মাথা চাড়া দিয়ে উঠছে। কিছু মিডিয়া সহযোগিতা করছে।’
এর আগে গতকাল বিএনপির র্যালি উপলক্ষে রাজধানীতে আয়োজিত সামাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেন, ‘আমি স্বাধীনতাপ্রিয় জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। নিজেও সতর্ক থাকতে চাই। গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে দেশে-বিদেশে-প্রশাসনে স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে বর্থ্য হতে দেওয়া যাবে না। জনতার এই মিছিলকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।’