ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বোরকা নিষিদ্ধ’ সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুইজারল্যান্ডে আগামী বছর থেকেই ‘মুখ ঢেকে রাখা নিষিদ্ধ’ আইন কার্যকর হচ্ছে। দেশটিতে এ আইন ‘বোরকা নিষিদ্ধ’ নামে পরিচিত। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই আইনটি কার্যকর করার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সরকার। ওই সময় থেকে কোনো নারী মুখ ঢাকা অবস্থায় জনসম্মুখে বের হলে ১ হাজার ১৫০ ডলার জরিমানা গুনতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোরকা নিষিদ্ধে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এরপর সরকার সিদ্ধান্ত নেয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ গণরায় কার্যকর করা হবে।

তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো। তারা ওই গণভোটে মুখ ঢেকে রাখা নিষিদ্ধের বিপক্ষে ভোট দিয়েছিল। শেষ পর্যন্ত গণভোটটি খুব কম ভোটের ব্যবধানে পাস হয়েছে।

সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, ২০২৫ সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি বিমানবন্দর, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এ ছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও এই আইন কার্যকর হবে না। অর্থাৎ এসব এলাকায় মুখ ঢেকে রাখা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ড সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, বিনোদনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে ও ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজনে মুখ ঢেকে রাখা যাবে। তবে এ ক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

‘বোরকা নিষিদ্ধ’ সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা

আপডেট সময় : ১২:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

সুইজারল্যান্ডে আগামী বছর থেকেই ‘মুখ ঢেকে রাখা নিষিদ্ধ’ আইন কার্যকর হচ্ছে। দেশটিতে এ আইন ‘বোরকা নিষিদ্ধ’ নামে পরিচিত। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই আইনটি কার্যকর করার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সরকার। ওই সময় থেকে কোনো নারী মুখ ঢাকা অবস্থায় জনসম্মুখে বের হলে ১ হাজার ১৫০ ডলার জরিমানা গুনতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোরকা নিষিদ্ধে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এরপর সরকার সিদ্ধান্ত নেয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ গণরায় কার্যকর করা হবে।

তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো। তারা ওই গণভোটে মুখ ঢেকে রাখা নিষিদ্ধের বিপক্ষে ভোট দিয়েছিল। শেষ পর্যন্ত গণভোটটি খুব কম ভোটের ব্যবধানে পাস হয়েছে।

সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, ২০২৫ সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি বিমানবন্দর, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এ ছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও এই আইন কার্যকর হবে না। অর্থাৎ এসব এলাকায় মুখ ঢেকে রাখা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ড সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, বিনোদনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে ও ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজনে মুখ ঢেকে রাখা যাবে। তবে এ ক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতি নিতে হবে।