ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক এসব মামলা বাতিল করেন আদালত। ::: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

শীতে কেমন হবে এ সময়ের ফ্যাশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। ভোর কিংবা রাতের দিকে বাইরে বেরোলে গায়ে খানিকটা কাঁটাও দেয়। শহরে এর তীব্রতা অতটা না থাকলেও গাঁওগেরামে ঠিকই শীত আসি আসি করছে।

কিন্তু জানেন কি, ফ্যাশনের সেরা সময় এটাই! কারণ, এই সময় একগাদা ভারি শীতের পোশাক গায়ে চাপাতে হয় না। যে পোশাকগুলো গরমে পরতে পারছিলেন না, সেগুলো এখন অনায়াসে পরে নিতে পারেন।

আবার কেউ এমনও আছেন যারা হালকা শীতে কেমন পোশাক পরবেন তা নিয়ে একটু দ্বিধায় থাকেন। একদিকে শীতের পোশাক না পরলে ঠান্ডা অনুভূত হয় আবার শাল, সোয়েটার, কার্ডিগান পরলেও গরম লাগে।

আসলে শীতের এই হালকা আবহে পোশাক এমন হওয়া উচিত যা গায়ে চাপালে ঠান্ডাও লাগবে না, আবার গরমে ঘামারও আশঙ্কা থাকবে না।

ফ্যাশন হাউসগুলো দারুণ সব সৃষ্টিশীল ডিজাইনের শীতের শাল আনতে শুরু করেছে। শাড়ি হোক কিংবা পাশ্চাত্য ধাঁচের পোশাক, হালকা শীতে সঙ্গী হতে পারে পাতলা শাল। শাল সব পোশাকের এবং সব বয়সী মানুষের সাথে মানানসই। পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার শীতের শাল।

শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে এই আবহাওয়ায় বেছে নিতে পারেন একরঙা থ্রি কোয়ার্টার স্লিভ টপসগুলো। কালো, সাদা, বেইজ, লাল, কফি, রয়্যাল ব্লু, হটপিঙ্ক, কিংবা ল্যাভেন্ডার রঙের মধ্য থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের টপটি।

জিন্সের সাথেও অনায়াসে পরতে পারেন এই ট্রেন্ডি টপ। টার্টলনেক আর হাইনেক টপসের আবেদন থাকবে এবারের শীতেও। যাদের একদম ভোরের দিকে বের হতে হয়, তাঁরা বেছে নিন এই গলার পোশাক।

ফ্যাশন ধারায় ‘লেয়ারিং’ সব সময়ই জনপ্রিয়। শীতে তার ব্যবহার আরও বেড়ে যায়। এটি হলো কয়েক স্তরে ফ্যাশনেবল পোশাক পরার কৌশল। হালকা শীতের জন্য বেছে নিতে পারেন লম্বা হাতার টপ। এর ওপর চাপাতে পারেন পাতলা শ্রাগ বা কোটি।

নরম উল, খাদি কিংবা ডেনিমের তৈরি হালকা পোশাক বেছে নেওয়ার সময়ও এখন। খাদি আর ডেনিমের পোশাকে সহজেই আভিজাত্য ফুটে উঠে।

আরেকটি স্টাইলিশ শীত পোশাক হচ্ছে ব্লেজার। এখন সুতির কাপড়ে কো-অর্ড ধারায় বিভিন্ন স্টাইলের ব্লেজার তৈরি হচ্ছে। ফরমাল কিংবা ক্যাজুয়াল যেকোনো লুকের জন্যই ব্লেজারের তুলনা নেই। এই হালকা শীতে ফিটেড ব্লেজার পরা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

শীতে কেমন হবে এ সময়ের ফ্যাশন

আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। ভোর কিংবা রাতের দিকে বাইরে বেরোলে গায়ে খানিকটা কাঁটাও দেয়। শহরে এর তীব্রতা অতটা না থাকলেও গাঁওগেরামে ঠিকই শীত আসি আসি করছে।

কিন্তু জানেন কি, ফ্যাশনের সেরা সময় এটাই! কারণ, এই সময় একগাদা ভারি শীতের পোশাক গায়ে চাপাতে হয় না। যে পোশাকগুলো গরমে পরতে পারছিলেন না, সেগুলো এখন অনায়াসে পরে নিতে পারেন।

আবার কেউ এমনও আছেন যারা হালকা শীতে কেমন পোশাক পরবেন তা নিয়ে একটু দ্বিধায় থাকেন। একদিকে শীতের পোশাক না পরলে ঠান্ডা অনুভূত হয় আবার শাল, সোয়েটার, কার্ডিগান পরলেও গরম লাগে।

আসলে শীতের এই হালকা আবহে পোশাক এমন হওয়া উচিত যা গায়ে চাপালে ঠান্ডাও লাগবে না, আবার গরমে ঘামারও আশঙ্কা থাকবে না।

ফ্যাশন হাউসগুলো দারুণ সব সৃষ্টিশীল ডিজাইনের শীতের শাল আনতে শুরু করেছে। শাড়ি হোক কিংবা পাশ্চাত্য ধাঁচের পোশাক, হালকা শীতে সঙ্গী হতে পারে পাতলা শাল। শাল সব পোশাকের এবং সব বয়সী মানুষের সাথে মানানসই। পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার শীতের শাল।

শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে এই আবহাওয়ায় বেছে নিতে পারেন একরঙা থ্রি কোয়ার্টার স্লিভ টপসগুলো। কালো, সাদা, বেইজ, লাল, কফি, রয়্যাল ব্লু, হটপিঙ্ক, কিংবা ল্যাভেন্ডার রঙের মধ্য থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের টপটি।

জিন্সের সাথেও অনায়াসে পরতে পারেন এই ট্রেন্ডি টপ। টার্টলনেক আর হাইনেক টপসের আবেদন থাকবে এবারের শীতেও। যাদের একদম ভোরের দিকে বের হতে হয়, তাঁরা বেছে নিন এই গলার পোশাক।

ফ্যাশন ধারায় ‘লেয়ারিং’ সব সময়ই জনপ্রিয়। শীতে তার ব্যবহার আরও বেড়ে যায়। এটি হলো কয়েক স্তরে ফ্যাশনেবল পোশাক পরার কৌশল। হালকা শীতের জন্য বেছে নিতে পারেন লম্বা হাতার টপ। এর ওপর চাপাতে পারেন পাতলা শ্রাগ বা কোটি।

নরম উল, খাদি কিংবা ডেনিমের তৈরি হালকা পোশাক বেছে নেওয়ার সময়ও এখন। খাদি আর ডেনিমের পোশাকে সহজেই আভিজাত্য ফুটে উঠে।

আরেকটি স্টাইলিশ শীত পোশাক হচ্ছে ব্লেজার। এখন সুতির কাপড়ে কো-অর্ড ধারায় বিভিন্ন স্টাইলের ব্লেজার তৈরি হচ্ছে। ফরমাল কিংবা ক্যাজুয়াল যেকোনো লুকের জন্যই ব্লেজারের তুলনা নেই। এই হালকা শীতে ফিটেড ব্লেজার পরা যেতে পারে।