ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধকবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের ফোনালাপের সময় যুক্ত ছিলেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কও। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের এই দুই নেতা ২৫ মিনিট কথা বলেন। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কীভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

অন্যদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে শুরু করেছেন। গতকাল শুক্রবার তিনি হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসিবে তাঁর নির্বাচনি প্রচারের ম্যানেজার সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।

ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন সামরিক ও আর্থিক জন্য ট্রাম্প সব সময়ই সমালোচনামুখর ছিলেন। তবু ট্রাম্প জয়ী হওয়ার পর প্রথম অভিনন্দন জানানো বিশ্বনেতাদের একজন হলেন ভলোদিমির জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও

আপডেট সময় : ০১:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

যুদ্ধকবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের ফোনালাপের সময় যুক্ত ছিলেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কও। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের এই দুই নেতা ২৫ মিনিট কথা বলেন। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কীভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

অন্যদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে শুরু করেছেন। গতকাল শুক্রবার তিনি হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসিবে তাঁর নির্বাচনি প্রচারের ম্যানেজার সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।

ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন সামরিক ও আর্থিক জন্য ট্রাম্প সব সময়ই সমালোচনামুখর ছিলেন। তবু ট্রাম্প জয়ী হওয়ার পর প্রথম অভিনন্দন জানানো বিশ্বনেতাদের একজন হলেন ভলোদিমির জেলেনস্কি।