ফের হুমকি সালমানকে, এবার কী বার্তা এল
- আপডেট সময় : ১২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
বলিউডের তারকা সালমানকে ঘিরে একের পর এক প্রাণনাশের হুমকি। আবারও হুমকি পেলেন ভাইজান। একটি গানকে ঘিরে এবার বিবাদ শুরু, সেখানে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সালমানের (Salman Khan Death Threat) নাম জড়িয়ে কিছু কথা লেখা হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর মধ্যরাতে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোলের কাছে এই হুমকি বার্তা এসে পৌঁছায়। এবার নতুন করে সালমান খানের নিরাপত্তা (Salman Khan) নিয়ে প্রশ্ন উঠে গেল। বেশ কয়েক মাস ধরে পরপর হুমকি পেয়েছেন অভিনেতা, ফলে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। তার মাঝেও এই নতুন হুমকিতে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
এই নতুন হুমকিতে একটি গানের উল্লেখ করা হয়েছে যেখানে নাকি সালমান খান এবং লরেন্স বিষ্ণোই উভয়ের নাম উল্লেখ করেছেন গীতিকার। হুমকি দিয়ে সালমানকে জানানো হয়েছে এর কারণে সেই গীতিকারের জীবন বরবাদ হয়ে যেতে পারে এক মাসের মধ্যেই। বার্তায় বলা হয়, ‘সেই গীতিকারের এমন অবস্থা করা হবে যাতে সে আর জীবনে একটিও গান লিখতে না পারেন। সালমানের যদি সাহস থাকে, তাহলে তাঁকে বাঁচিয়ে দেখাক।’
এই সাম্প্রতিক ঘটনা বা হুমকি এসেছে লরেন্স বিষ্ণোই এবং তাঁর সহযোগীদের থেকেই। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার সময় থেকেই এই বিষ্ণোই গোষ্ঠী সালমানকে টার্গেট করেছিল। আর এই বছর এবং গত বছরেও পরপর বেশ কিছু প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তাঁর বাড়ি। এমনকী একবার তাঁর বাড়ির সামনে গুলিও চলেছে, সেই গোষ্ঠীর কয়েকজন সদস্যকে গ্রেফতারও করেছে মুম্বই পুলিশ।
কয়েকদিন আগেই ভিখা রাম ওরফে বিক্রম নামের এক ৩২ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। কর্ণাটকের হাভেলি থেকে তাঁকে গ্রেফতার করা হয় এবং জানা গিয়েছে অভিনেতাকে দেওয়া হুমকির সঙ্গে জড়িত রয়েছেন তিনি। বুধবারই সেই ভিখা রামকে মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াডের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গিয়েছে সেই ব্যক্তির আসল বাড়ি রাজস্থানের জালোরে। পুলিশি জেরার সময় জানান যে লরেন্স বিষ্ণোইকে তিনি আদর্শ মানেন, তাঁর প্রেরণাতেই এই কাজ করেছেন তিনি। এমনকী এও জানা যায় যে সালমানের থেকে ৫ কোটি টাকা আদায়ের পরিকল্পনা ছিল তাঁর যাতে বিষ্ণোই সম্প্রদায়ের জন্য একটি মন্দির নির্মাণ করতে পারেন তিনি।
সালমান খানের পাশাপাশি এবারে একইভাবে প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ খানও। ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছে তাঁর কাছে। বান্দ্রা পুলিশের কাছে এসেছিল এই ফোন, সেই নম্বর তদন্ত করে জানা যায় যে যিনি ফোন করেছেন তিনি রায়পুরের বাসিন্দা উকিল ফৈজন খান। তিনিও আবার ২ নভেম্বর পুলিশে অভিযোগ জানিয়েছিলেন যে তাঁর ফোন চুরি হয়ে গিয়েছে। ফৈজন জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন একটি বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।