ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভূতনাথ ৩-এ শাহরুখ-অমিতাভের কামব্যাক ঘিরে চর্চা তুঙ্গে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সালটা ছিল ২০০৮। ওই বছর মুক্তি পেয়েছিল সুপারহিট হরর কমেডি মুভি ভূতনাথ। ছবির দুর্দান্ত সাফল্যের ৬ বছর পর অর্থাৎ ২০১৪-এ মুক্তি পায় ভূতনাথ রিটার্নস। দ্বিতীয় ভাগও দর্শকের দিল জিতে নিয়েছিল। বক্স অফিসে প্রথম দুটি ভাগের সাফল্যের পর এবার তৃতীয় পর্ব নিয়ে চিন্তাভাবনা করছে ভূতনাথ ফ্রাঞ্চাইজি। বিটাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, T-Series ও BR Films-এর যৌথ উদ্যোগে তৈরি হবে ভূতনাথ ৩। লেটেস্ট রিপোর্ট মোতাবেক, ভূতনাথের তৃতীয় ভাগেও দর্শক অমিতাভ-শাহরুখের গ্র্যান্ড কামব্যাক দেখতে পাবে। পিঙ্কভিলায় প্রকাশিত খবর অনুযায়ী, ভুল ভুলাইয়ার মতো হরর কমেডি মুভি দর্শককে হলমুখী করছে বলেই, T-Series-র ব্যানারে ভূতনাথ ৩ তৈরির জন্য উদ্যোগী হয়েছেন ভূষণ কুমার।

সূত্রের খবর, ভূতনাথ ৩ তৈরির কাজ একেবারে প্রাথমিক পর্যায়েই রয়েছে। খুব শীঘ্রই তৃতীয় ভাগ মুক্তির আশায় প্রযোজকরা। শুধু তাই নয়, এই ছবি নিয়ে খুব আশাবাদীও। সিনেমার স্ক্রিপ্ট তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে ভূতনাথ ৩-এর কাজ।

সব কিছু ঠিক থাকলে ২০২৫ এ শুরু হবে সিনেমার শ্যুটিং। মুক্তির দিনক্ষণ হিসেবে ২০২৬কে টার্গেট করা হয়েছে। স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হওয়ায় খুশি প্রযোজকদ্বয়। আরও জানা যাচ্ছে, ভূতনাথে শাহরুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল, তবে ভূতনাথ ৩ হবে একেবারে গেম চেঞ্জার।

প্রথম ও দ্বিতীয় ভাগে কিং খানের ক্যামিও থাকলেও, তৃতীয় পর্বে কোনও এক বিরাট ধামাকার ইঙ্গিত দিচ্ছেন প্রযোজকরা। এই মুহূর্তে কাস্টিংয়ের আগে স্ক্রিপ্ট লেখার কাজটাই শেষ করা প্রধান লক্ষ্য। স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হলে ছবিটি কে পরিচালনা করবেন সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। নীতিশ তিওয়ারির নির্দেশনায় তৈরি হয়েছিল ভূতনাথ রিটার্নস আর প্রথম পর্বের পরিচালনা করেছিলেন বিবেক শর্মা।

নিউজটি শেয়ার করুন

ভূতনাথ ৩-এ শাহরুখ-অমিতাভের কামব্যাক ঘিরে চর্চা তুঙ্গে

আপডেট সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

সালটা ছিল ২০০৮। ওই বছর মুক্তি পেয়েছিল সুপারহিট হরর কমেডি মুভি ভূতনাথ। ছবির দুর্দান্ত সাফল্যের ৬ বছর পর অর্থাৎ ২০১৪-এ মুক্তি পায় ভূতনাথ রিটার্নস। দ্বিতীয় ভাগও দর্শকের দিল জিতে নিয়েছিল। বক্স অফিসে প্রথম দুটি ভাগের সাফল্যের পর এবার তৃতীয় পর্ব নিয়ে চিন্তাভাবনা করছে ভূতনাথ ফ্রাঞ্চাইজি। বিটাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, T-Series ও BR Films-এর যৌথ উদ্যোগে তৈরি হবে ভূতনাথ ৩। লেটেস্ট রিপোর্ট মোতাবেক, ভূতনাথের তৃতীয় ভাগেও দর্শক অমিতাভ-শাহরুখের গ্র্যান্ড কামব্যাক দেখতে পাবে। পিঙ্কভিলায় প্রকাশিত খবর অনুযায়ী, ভুল ভুলাইয়ার মতো হরর কমেডি মুভি দর্শককে হলমুখী করছে বলেই, T-Series-র ব্যানারে ভূতনাথ ৩ তৈরির জন্য উদ্যোগী হয়েছেন ভূষণ কুমার।

সূত্রের খবর, ভূতনাথ ৩ তৈরির কাজ একেবারে প্রাথমিক পর্যায়েই রয়েছে। খুব শীঘ্রই তৃতীয় ভাগ মুক্তির আশায় প্রযোজকরা। শুধু তাই নয়, এই ছবি নিয়ে খুব আশাবাদীও। সিনেমার স্ক্রিপ্ট তৈরির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে ভূতনাথ ৩-এর কাজ।

সব কিছু ঠিক থাকলে ২০২৫ এ শুরু হবে সিনেমার শ্যুটিং। মুক্তির দিনক্ষণ হিসেবে ২০২৬কে টার্গেট করা হয়েছে। স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হওয়ায় খুশি প্রযোজকদ্বয়। আরও জানা যাচ্ছে, ভূতনাথে শাহরুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল, তবে ভূতনাথ ৩ হবে একেবারে গেম চেঞ্জার।

প্রথম ও দ্বিতীয় ভাগে কিং খানের ক্যামিও থাকলেও, তৃতীয় পর্বে কোনও এক বিরাট ধামাকার ইঙ্গিত দিচ্ছেন প্রযোজকরা। এই মুহূর্তে কাস্টিংয়ের আগে স্ক্রিপ্ট লেখার কাজটাই শেষ করা প্রধান লক্ষ্য। স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হলে ছবিটি কে পরিচালনা করবেন সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। নীতিশ তিওয়ারির নির্দেশনায় তৈরি হয়েছিল ভূতনাথ রিটার্নস আর প্রথম পর্বের পরিচালনা করেছিলেন বিবেক শর্মা।