ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে জাত চেনালো রিয়াল
- আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
সময়টা একদমই ভালো কাটছিলো না রিয়াল মাদ্রিদের। বার্সার সাথে নিজেদের মাঠে বড় ব্যবধান হার। এরপর ঘরের মাঠে আবারো এসি মিলানের সাথে লজ্জাজনক হারে যখন পর্যুদস্ত রিয়াল ঠিক তখনি রদ্রিগো গোয়েস, মিলিতাও বা লুকাস ভাসকেজ ছাড়াও লা-লিগায় ঘরের মাঠে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এইদিন ওসাসুনার বিপক্ষে ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন এইদিন।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পান ভিনিসিয়ুস। ৩৪ মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্টে করেন প্রথম গোল। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে বেলিংহ্যাম ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় গোলের অ্যাসিস্ট আসে অ্যাসেনসিওর পাস থেকে।
৬১ মিনিটে ভিনিসিয়াসের দ্বিতীয় গোল আসে, গোলরক্ষক আন্দ্রে লুনিনের অ্যাসিস্টে। ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। হ্যাটট্রিক করতে খুব একটা সময় নেননি ২৪ বর্ষী ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৬৯ মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে ম্যাচের চতুর্থ গোল ও নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিনি।
এই জয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। লা-লিগায় লস ব্লাঙ্কোসদের এই নিয়ে এটি অষ্টম জয়। ১২ ম্যাচ খেলা রিয়াল তিন ড্র ও এক হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল। ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।