শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা
- আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন মোস্তফা সরয়ার ফারুকী, মাহফুজ আলম ও সেখ বশির উদ্দিন। আজ (রোববার, ১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন উপদেষ্টাদের দায়িত্ব ও অন্যান্য উপদেষ্টা দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
রোববার সন্ধ্যা ৭টার আগেই নতুন ৩ উপদেষ্টাকে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করে পরিবহন পুলের ৩টি গাড়ি বহর। ৭টা ৩০ মিনিটে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়া নতুন উপদেষ্টারা হলেন মোস্তফা সারয়ার ফারুকী। যিনি কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। জুলাই-বিপ্লবের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব ছিলেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, জাতিসংঘে যাকে চব্বিশের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনিও শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে।
উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়াদের মধ্যে বাণিজ্য ও পাট এবং বস্ত্রালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সেখ বশির উদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা জানা যায় নি।
এর বাইরে আলোচনা ছিল সাবেক পুলিশ প্রধান খোদা বকশ চৌধুরী এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান। দিনভর শোনা গিয়েছিলো এই দু’জনও উপদেষ্টা হিসেবে শপথ নিবেন। কিন্ত তাদেরকে আজকের শপথ নিতে দেখা যায়নি।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
অন্তর্বর্তী সরকারে প্রথম দফায় উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৬ জন। তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
এরপর দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।