হজ প্যাকেজে দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ
- আপডেট সময় : ০৩:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
হজ প্যাকেজে দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করাকে হাইকোর্টের রায়ের অবমাননা দাবি করে ধর্ম মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান এই আইনি নোটিশ পাঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সকে হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করাকে অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি বিমান ব্যবস্থাও উন্মুক্ত রাখার আদেশ দেওয়া হয়। এর পরও চলতি বছর সরকার আদেশ অমান্য করে ওই দুটি এয়ারলাইন্সকেই এ সুযোগ দিয়েছে। এ ছাড়া ঢাকা-জেদ্দা রুটে নিয়মিত বিমান ভাড়া ৭০ হাজার টাকা। অথচ এই ভাড়া বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য ১ লাখ ৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে যা ছিল ১ লাখ ৯৭ হাজার টাকা।
আইনজীবী আশরাফ-উজ-জামান জানান, এরইমধ্যে আন্তর্জাতিক এয়ারলাইন্স উন্মুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে। আদেশ না মানলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।