‘অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছে তা নির্বাচিত সরকারই করতে পারবে’
- আপডেট সময় : ১০:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছেন তা একমাত্র নির্বাচিত সরকার করতে পারবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি মনে করে, সরকারের প্রধান কাজ হল দ্রুত একটি নির্বাচন দেওয়া।
আজ (রোববার, ৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে জিয়া পরিষদের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ যে দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে গণহত্যার জন্য বর্তমান সরকারের কাছে তার বিচারের দাবিও জানান তিনি।
সভায়, স্বাধীনতার ইতিহাসকে নিজেদের মতো প্রবাহিত করেছে আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারা মানুষের অভিশাপের লক্ষ্য বস্তু হয়েছে তাই এখন মুখোশের আড়ালে হাজির হওয়ার অপচেষ্টা করছে।