আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ। প্রথমবার শারজাহ স্টেডিয়ামে জয় পেল টাইগাররা। এর আগে শারজায় খেলা সব ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে শান্ত, জাকের আলী অনিকের পর বল হাতে দারুণ পারফর্ম করে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অধিনায়ক শান্ত।
শারজাহর তুলনামূলক ধীরগতির উইকেটে বাংলাদেশের স্কোরটা ছিল চ্যালেঞ্জিং। স্কোর বোর্ডে ২৫২ রানটা তাই যথেষ্ট বলে মনে হচ্ছিল। চতুর্থ ওভারে রহমান উল্লাহ গুরবাজকে ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ।
অফ স্ট্যাম্পের বাইরের বলে গুরবাজ ক্যাচ দেন স্লিপে থাকা সৌম্যর হাতে। এরপরেই বাংলাদেশের বাঁধা হয়ে দাঁড়ান সেদিকুল্লাহ আতাল এবং রহমত শাহ।
স্ট্যাম্পের পেছনে স্ট্যাম্পিং এবং ক্যাচ ছেড়ে টাইগারদের ব্যাক ফুটে নেন উইকেট কিপার জাকের । ৫২ রানের জুটি ভাঙ্গেন নাসুম আহমেদ। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী আর রহমত শাহর পরের জুটি ছিলো ৪৩ রানের।
১১৮ রানে হাসমতউল্লাহ আউটের পরেই বদলে যায় খেলার মোড়। নাসুমের ওভারে আফগানিস্তান হারায় আরও দুই উইকেট। ১১৮ রানে ২ উইকেট থেকে ১১৯ রানে ৫ উইকেট হারালে ম্যাচে ফেরে টাইগাররা।
এরপর গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবি পার্টনারশিপে আবার ও স্বপ্ন দেখতে শুরু করে আফগানরা। তখনই ব্রেক থ্রু দেন মিরাজ। ১৭ রান করা নবিকে বোল্ড করেন মিরাজ। ২৬ রান করা গুলবাদিনকে হৃদয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শরিফুল।
অন্যদিকে ১৪ রানে রশিদকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। শেষ ব্যাটার গাজানফারকে বোল্ড করেন নাসুম। ৬৮ রানের দারুণ এক জয় পায় টাইগাররা। ১১ তারিখে তৃতীয় ম্যাচ হবে সিরিজ নির্ধারণী।