জিরো পয়েন্টে বিএনপি ও ছাত্র-জনতার অবস্থান, সতর্ক পুলিশ
- আপডেট সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ছাত্র-জনতা সেখানে অবস্থান নিয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীও জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরাও সেখানে জড়ো হচ্ছেন, যা নিয়ে উত্তেজনা বাড়ছে।
রাজধানীর প্রবেশপথগুলোতে প্রতিটি বাস তল্লাশি করছে পুলিশ। এছাড়া সেনাবাহিনী ও র্যাবের টহল টিমও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ বলছে সমাবেশের নামে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। নগরীর শৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি বদ্ধপরিকর।
জানা যায়, সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এর পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন।
এদিকে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যান্য দিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।
এর আগে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজের পোস্টে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।
তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন।