শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
আজ ১০ই নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ৮টার দিকে রাজধানীর জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষও।
শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সকালে নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও বোন শাহানারা আক্তার উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে শহীদ নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে জিরো পয়েন্ট বা নূর চত্বরে আসেন পরিবারের সদস্য ও অন্যান্যরা।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
এদিকে, রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এই কর্মসূচিকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচির ঘোষণাও দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত থেকে রাজধানীর জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। দুপুর ১২টায় সেখানে শুরু হবে ছাত্র-জনতার গণজমায়েত।