ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক বুধবার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের পর প্রথম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। স্থানীয় সময় আগামী বুধবার বেলা ১১ টায় ওভাল অফিসে তারা সাক্ষাৎ করবেন। এ তথ্য এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাইসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে তিনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ওভাল অফিসে মিলিত হবেন।

এরআগে গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি। কিন্তু ২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক বুধবার

আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

নির্বাচনের পর প্রথম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। স্থানীয় সময় আগামী বুধবার বেলা ১১ টায় ওভাল অফিসে তারা সাক্ষাৎ করবেন। এ তথ্য এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাইসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে তিনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ওভাল অফিসে মিলিত হবেন।

এরআগে গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

তবে ২০২০ সালের নির্বাচনে এই রীতির ব্যত্যয় ঘটেছিল। তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি। কিন্তু ২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।