ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌস আজীমকে চেয়ারম্যান করা হয়েছে।

আজ রোববার (১০ই নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ফিরদৌস আজীমসহ পিআইবি পরিচালনা বোর্ডের মোট সদস্য ১৫ জন। বোর্ডের অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চ্যানেল ২৪ প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সদস্য সরদার ফরিদ, আল জাজিরা সাংবাদিক তানভীর চৌধুরী এবং দৈনিক প্রথম আলো বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। এতে সদস্য সচিব করা হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালককে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হতে ০২ (দুই) বছর মেয়াদের জন্য এই পদে বহাল থাকবেন। প্রতি তিন মাসে বোর্ডের অন্যূন একটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী স্বাক্ষরিত হওয়ার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড

আপডেট সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌস আজীমকে চেয়ারম্যান করা হয়েছে।

আজ রোববার (১০ই নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ফিরদৌস আজীমসহ পিআইবি পরিচালনা বোর্ডের মোট সদস্য ১৫ জন। বোর্ডের অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চ্যানেল ২৪ প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সদস্য সরদার ফরিদ, আল জাজিরা সাংবাদিক তানভীর চৌধুরী এবং দৈনিক প্রথম আলো বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। এতে সদস্য সচিব করা হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালককে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হতে ০২ (দুই) বছর মেয়াদের জন্য এই পদে বহাল থাকবেন। প্রতি তিন মাসে বোর্ডের অন্যূন একটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী স্বাক্ষরিত হওয়ার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।