ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্যুটিং সেটেই দুর্ঘটনার কবলে শাকিব খান! কেমন আছেন এখন?

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩৮৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি সুপারস্টার তিনি। বর্তমানে ভারতে রয়েছেন একটি ছবির শ্যুটিংয়ের জন্য। আর সেই ছবির সেটেই তিনি গুরুতর আহত বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী ঘটেছে বাংলাদেশি তারকার সঙ্গে?

ভারতের বাণিজ্য নগরী মুম্বইতে ছবির শ্যুটিং করছিলেন শাকিব খান। সেখানকার ইলোরা স্টুডিওতে চলছিল শ্যুটিং। তখনই ঘটে যায় দুর্ঘটনা। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ছবির পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন একটি দৃশ্যে শাকিব খানের দরজা খুলে বেরিয়ে আসার কথা ছিল। সেই দৃশ্যের শ্যুটিংয়ের সময়ই ঘটে বিপত্তি। জানা গিয়েছে অভিনেতার কপালে আঘাত লেগেছে। কেটে গিয়েছে ভ্রুর একটি অংশ।

সূত্রের খবর অনুযায়ী প্রস্তুতি সব ঠিকই চুল। কিন্তু দরজা খোলার সময় বিপদ ঘটে যায়। তাঁর কপালে আঘাত লাগার ফলে যে কেবল ভ্রুর একটা অংশ কেটে যায় সেটা নয়, গলগল করে রক্ত বেরোতেও শুরু করে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় শ্যুটিং। অভিনেতাকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা চলে তাঁর সেখানে। করা হয় অন্যান্য শারীরিক পরীক্ষাও। তবে চিকিৎসক জানিয়েছেন ভয়ের কিছু নেই। আপাতত অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কিন্তু চিকিৎসক যতই বিশ্রাম নিতে বলুন না কেন সেদিন বিকেল থেকেই ফের শ্যুটিং শুরু করেন তিনি। যদিও টিমের তরফে আপাতত ভাবে শ্যুটিং স্থগিত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে আপত্তি জানান শাকিব নিজেই। চোট নিয়েও তিনি সেদিন ১২টা পর্যন্ত শ্যুটিং করেন।

এদিন বরবাদ ছবির শ্যুটিং চলছিল বলেই জানা গিয়েছে। সেই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। তাঁরা এর আগে প্রিয়তমা ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

শ্যুটিং সেটেই দুর্ঘটনার কবলে শাকিব খান! কেমন আছেন এখন?

আপডেট সময় : ১২:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বাংলাদেশি সুপারস্টার তিনি। বর্তমানে ভারতে রয়েছেন একটি ছবির শ্যুটিংয়ের জন্য। আর সেই ছবির সেটেই তিনি গুরুতর আহত বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী ঘটেছে বাংলাদেশি তারকার সঙ্গে?

ভারতের বাণিজ্য নগরী মুম্বইতে ছবির শ্যুটিং করছিলেন শাকিব খান। সেখানকার ইলোরা স্টুডিওতে চলছিল শ্যুটিং। তখনই ঘটে যায় দুর্ঘটনা। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ছবির পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন একটি দৃশ্যে শাকিব খানের দরজা খুলে বেরিয়ে আসার কথা ছিল। সেই দৃশ্যের শ্যুটিংয়ের সময়ই ঘটে বিপত্তি। জানা গিয়েছে অভিনেতার কপালে আঘাত লেগেছে। কেটে গিয়েছে ভ্রুর একটি অংশ।

সূত্রের খবর অনুযায়ী প্রস্তুতি সব ঠিকই চুল। কিন্তু দরজা খোলার সময় বিপদ ঘটে যায়। তাঁর কপালে আঘাত লাগার ফলে যে কেবল ভ্রুর একটা অংশ কেটে যায় সেটা নয়, গলগল করে রক্ত বেরোতেও শুরু করে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় শ্যুটিং। অভিনেতাকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা চলে তাঁর সেখানে। করা হয় অন্যান্য শারীরিক পরীক্ষাও। তবে চিকিৎসক জানিয়েছেন ভয়ের কিছু নেই। আপাতত অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কিন্তু চিকিৎসক যতই বিশ্রাম নিতে বলুন না কেন সেদিন বিকেল থেকেই ফের শ্যুটিং শুরু করেন তিনি। যদিও টিমের তরফে আপাতত ভাবে শ্যুটিং স্থগিত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে আপত্তি জানান শাকিব নিজেই। চোট নিয়েও তিনি সেদিন ১২টা পর্যন্ত শ্যুটিং করেন।

এদিন বরবাদ ছবির শ্যুটিং চলছিল বলেই জানা গিয়েছে। সেই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। তাঁরা এর আগে প্রিয়তমা ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন।