ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার বিয়ের খবর জানালেন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীদের ব্যক্তিজীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় প্রশ্ন আসে কবে বিয়ে করবেন হানিয়া। এবার সে প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।

জিও নিউজ থেকে জানা যায়, হানিয়া কানাডার টরন্টোতে অবস্থানরত হানিয়া একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ভক্তরা তাকে পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানে এক ভক্ত তার বিয়ে নিয়ে জানতে চায়। জবাবে হানিয়া বলেন, এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ একজন মেয়ে। যখনই বিয়ে করব, তা সবাইকে জানাবো ধুমধাম করে।

বিশ্বজুড়ে ভক্ত আছে হানিয়ার। ভক্তদের সঙ্গে দূরত্বের বিষয়টি কীভাবে দেখেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন, কোনো বাধাই আপনাকে আটকাবে না। আর আমিও আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না। যে কারণে প্রায়ই নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভক্তদের সঙ্গে দেখা করার বিষয়টা আনন্দ পান বলে জানান হায়িয়া।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ডাবস্ম্যাশে একটি ভিডিও শেয়ার করার পর তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য হানিয়া আলোচনায় আসেন। পরে তিনি অভিনয় শুরু করে। সিনেমা এবং বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে হানিয়া অভিনীত ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিজ। এক দম্পতিকে নিয়ে এই সিরিজ। এতে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার বিয়ের খবর জানালেন

আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীদের ব্যক্তিজীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় প্রশ্ন আসে কবে বিয়ে করবেন হানিয়া। এবার সে প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।

জিও নিউজ থেকে জানা যায়, হানিয়া কানাডার টরন্টোতে অবস্থানরত হানিয়া একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন। যেখানে ভক্তরা তাকে পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানে এক ভক্ত তার বিয়ে নিয়ে জানতে চায়। জবাবে হানিয়া বলেন, এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ একজন মেয়ে। যখনই বিয়ে করব, তা সবাইকে জানাবো ধুমধাম করে।

বিশ্বজুড়ে ভক্ত আছে হানিয়ার। ভক্তদের সঙ্গে দূরত্বের বিষয়টি কীভাবে দেখেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন, কোনো বাধাই আপনাকে আটকাবে না। আর আমিও আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না। যে কারণে প্রায়ই নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভক্তদের সঙ্গে দেখা করার বিষয়টা আনন্দ পান বলে জানান হায়িয়া।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ডাবস্ম্যাশে একটি ভিডিও শেয়ার করার পর তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য হানিয়া আলোচনায় আসেন। পরে তিনি অভিনয় শুরু করে। সিনেমা এবং বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে হানিয়া অভিনীত ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিজ। এক দম্পতিকে নিয়ে এই সিরিজ। এতে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া।