ফের অর্জুনকে নিশানা মালাইকার?
- আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। জীবন সাজিয়েছেন নিজের মতো করেই। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা হামেশাই শেয়ার করে নেন তিনি। আর সদ্য তিনি শেয়ার করে নিয়েছেন এমন একটি পোস্ট, যাতে নেটিজেনরা মনে করছেন তিনি অর্জুন কাপূর (Arjun Kapoor)-কে উদ্দেশ্য করে লিখেছেন। এমন কী লিখলেন মালাইকা অরোরা (Malaika Arora)?
মালাইকা সদ্য শেয়ার করে নিয়েছেন, তিনি নভেম্বর মাসে কী কী করতে চান। তার মধ্যে রয়েছে, কোনও মদ্যপান নয়। রোজ ৮ ঘণ্টা করে ঘুমানো। একজন মেন্টর থাকা। রোজ শরীরচর্চা করা। প্রত্যকদিন ১০০০০ পা হাঁটা। সকাল ১০টা পর্যন্ত কিছু না খেয়ে থাকা। যে কোনও রকম প্রসেসড খাবার না খাওয়া। রাত আটটার পরে আর কোনও খাবার নয়। জীবন থেকে নেতিবাচক মানুষদের বাদ দেওয়া। অনেকেই মনে করছেন এই শেষ পয়েন্টটা খুবই অর্থবহ। এর মাধ্যমে মালাইকা অর্জুনের কথাই উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে অর্জুনের বিচ্ছেদ হয়েছে অনেকদিনই। তবে মালাইকার বাবার মৃত্যুর সময়ে সবসময়ে তাঁর পাশে ছিলেন অর্জুন। সামলেছিলেন মালাইকাকে ও বাড়ির পরিস্থিতিও। বিচ্ছেদের পরেও মালাইকার বিপদের কথা শুনে ছুটে এসেছিলেন তিনি। তবে মালাইকা সদ্য শেয়ার করা পোস্টে ফের অর্জুনকেই নিশানা করলেন কী? তার উত্তর অবশ্য অজানা।
সদ্য একটি সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘আমি সমস্ত অযাচিত মন্তব্য, অযাচিত বক্তব্যকে নিজের কাছে আসার সমস্ত পথ বন্ধ করে দিই। এটা আমার প্রথম ধাপ। আমার সম্পর্কে কী আলোচনা হচ্ছে, কী কী নেতিবাচক কথাবার্তা হচ্ছে সেগুলো শুনি না। জীবনের সবকিছু নেতিবাচক হতে পারে না। কিছু কিছু ইতিবাচক দিন অবশ্যই রয়েছে। সেইদিকে মন দিই আমি। কাজে ব্যস্ত থাকি।’ মালাইকা জানিয়েছেন, প্রথম প্রথম তাঁকে তাঁর সম্পর্কে ব্যক্তিগত কথা ভীষণভাবে আঘাত করত তাঁকে। তিনি ভীষণভাবে আহত হতেন, ভাবতেন কেন তাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তবে তিনি বর্তমানে সেই বিষয়গুলি তিনি মানিয়ে নিয়েছেন। তিনি মেনে নিয়েছেন যে এই সমস্ত পরিস্থিতি তাঁকে ভবিষ্যতে গিয়ে আরও কঠিন, আরও সাবলীল করে গড়ে তুলবে।