ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বার্সার সব গর্ব খর্ব করেছে রেয়াল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লা লিগায় আগের ১২ ম্যাচে ৪০ গোল, চ্যাম্পিয়নস লিগের ৪ ম্যাচে ১৫ গোল- সব ধরনের প্রতিযোগিতায় ১৬ ম্যাচে ৫৫ গোল করে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। জার্মান কোচ হানসি ফ্লিকের অধীনে নতুন রূপে হাজির হওয়া কাতালান ক্লাবটি চলতি মৌসুমে খেলা প্রতিটি ম্যাচেই অন্তত একবার হলেও জালের দেখা পেয়েছে।

গতকাল বার্সার সব গর্ব খর্ব করেছে রেয়াল সোসিয়েদাদ। ঘরোয়া লিগের ম্যাচে কাতালান ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। এতে সব ধরনের প্রতিযোগিতায় টানা সাত জয়ের পর হারের স্বাদ পেল বার্সা।

মৌসুমে এবারই প্রথম কোনো ম্যাচে প্রতিপক্ষের গোল বরাবর কোনো শট রাখতে পারেনি ফ্লিকের দল। বার্সা যে আক্রমণ করেনি, এমন নয়। রবের্ত লেভানদফস্কি-রাফিনিয়ারা ১১টি শট নিয়েছিলেন। কিন্তু একটা শটও লক্ষ্যে ছিল না। অবশ্য ম্যাচের শুরুতে বার্সা একটা গোলও পেয়েছিল। কিন্তু ভিএআর যাচাইয়ে দেখা গেছে, গোল করার আগে লেভানদফস্কির বুটের সামান্য অংশ অফসাইড পজিশনে ছিল!

সোসিয়েদাদের কাছে হারের পর অবশ্য কোনো অজুহাত দেননি বার্সা কোচ। ম্যাচ শেষে ফ্লিক জানিয়েছেন, পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারেনি তাঁর দল।

ফ্লিক অবশ্য ভুল কিছু বলেননি। ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও শট কিংবা আক্রমণ- দুজায়গাতেই এগিয়ে ছিল ওসাসুনা। দলটির ১৪ শটের ৬টিই ছিল লক্ষ্যে। বার্সা গোলকিপার ইনাকি পেনা দুর্দান্ত কিছু সেভ না করলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত সোসিয়েদাদের।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় গতকাল বার্সার স্কোয়াডে ছিলেন না লামিন ইয়ামাল। পরিবর্তে রাফিনিয়া-লেভানদফস্কিদের সঙ্গে ফেরমিন লোপেসকে মাঠে নামান ফ্লিক। শুরু থেকে পজেশন নির্ভর ফুটবল খেলা বার্সা প্রথম সুযোগ পায় ১৩ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের শট বক্সের ভেতর প্রতিহত হলে, দারুণ এক শটে গোল করেন লেভানদফস্কি। কিন্তু পরে ভিএআর যাচাইয়ে গোলটি বাতিল হয়। ১৮তম মিনিটে পাও কুবার্সির হেড পোস্টের ওপর দিয়ে যায়।

২৯ মিনিটে বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় সোসিয়েদাদ। ব্রাইস মেন্দেসের ফ্রি কিক কর্নারের বিনিময়ে কোনো মতে ঠেকিয়ে দেন বার্সা গোলকিপার পেনা। তবে ৪ মিনিট পর ২৫ বছর বয়সী এ গোলকিপারের ভুলেই এগিয়ে যায় সোসিয়েদাদ।

গোলকিকে পেনার শট যায় সোসিয়েদাদে কাছে। সেখান থেকে আক্রমণে ওঠা সোসিয়েদাদ বেকারের সৌজন্যে গোলের দেখা পায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। বেকারের পাসে বক্সের ভেতর দারুণ জায়গায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করে বসেন স্প্যানিশ স্ট্রাইকার। বেকারও অবশ্য তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন।

ম্যাচের শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্লিকের দলকে। এ হারেও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বার্সা। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট কাতালান ক্লাবটির। ৬ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে রেয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

বিবর্ণ পারফরম্যান্সে হারের পর ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আজকের দিনটা আমাদের ছিল না। আমার মনে হয় আমাদের ফলটা মেনে নেওয়া উচিত। কারণ ওরা পরিকল্পনামাফিক ফুটবল খেলেছে। এটা পরিষ্কার আর এটা (পরাজয়) নিয়ে কোনো অজুহাত নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।’

বার্সা কোচ যোগ করেন, ‘আমরা বল পায়ে শুরুটা ভালো করেছিলাম। আমিও খুশি ছিলাম। কিন্তু (সোসিয়েদাদের) গোলটার পর থেকেই আমরা ভুগেছি। হারের দায়টা আমাদেরই। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

নিউজটি শেয়ার করুন

বার্সার সব গর্ব খর্ব করেছে রেয়াল সোসিয়েদাদ

আপডেট সময় : ১২:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

লা লিগায় আগের ১২ ম্যাচে ৪০ গোল, চ্যাম্পিয়নস লিগের ৪ ম্যাচে ১৫ গোল- সব ধরনের প্রতিযোগিতায় ১৬ ম্যাচে ৫৫ গোল করে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। জার্মান কোচ হানসি ফ্লিকের অধীনে নতুন রূপে হাজির হওয়া কাতালান ক্লাবটি চলতি মৌসুমে খেলা প্রতিটি ম্যাচেই অন্তত একবার হলেও জালের দেখা পেয়েছে।

গতকাল বার্সার সব গর্ব খর্ব করেছে রেয়াল সোসিয়েদাদ। ঘরোয়া লিগের ম্যাচে কাতালান ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। এতে সব ধরনের প্রতিযোগিতায় টানা সাত জয়ের পর হারের স্বাদ পেল বার্সা।

মৌসুমে এবারই প্রথম কোনো ম্যাচে প্রতিপক্ষের গোল বরাবর কোনো শট রাখতে পারেনি ফ্লিকের দল। বার্সা যে আক্রমণ করেনি, এমন নয়। রবের্ত লেভানদফস্কি-রাফিনিয়ারা ১১টি শট নিয়েছিলেন। কিন্তু একটা শটও লক্ষ্যে ছিল না। অবশ্য ম্যাচের শুরুতে বার্সা একটা গোলও পেয়েছিল। কিন্তু ভিএআর যাচাইয়ে দেখা গেছে, গোল করার আগে লেভানদফস্কির বুটের সামান্য অংশ অফসাইড পজিশনে ছিল!

সোসিয়েদাদের কাছে হারের পর অবশ্য কোনো অজুহাত দেননি বার্সা কোচ। ম্যাচ শেষে ফ্লিক জানিয়েছেন, পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারেনি তাঁর দল।

ফ্লিক অবশ্য ভুল কিছু বলেননি। ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও শট কিংবা আক্রমণ- দুজায়গাতেই এগিয়ে ছিল ওসাসুনা। দলটির ১৪ শটের ৬টিই ছিল লক্ষ্যে। বার্সা গোলকিপার ইনাকি পেনা দুর্দান্ত কিছু সেভ না করলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত সোসিয়েদাদের।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় গতকাল বার্সার স্কোয়াডে ছিলেন না লামিন ইয়ামাল। পরিবর্তে রাফিনিয়া-লেভানদফস্কিদের সঙ্গে ফেরমিন লোপেসকে মাঠে নামান ফ্লিক। শুরু থেকে পজেশন নির্ভর ফুটবল খেলা বার্সা প্রথম সুযোগ পায় ১৩ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের শট বক্সের ভেতর প্রতিহত হলে, দারুণ এক শটে গোল করেন লেভানদফস্কি। কিন্তু পরে ভিএআর যাচাইয়ে গোলটি বাতিল হয়। ১৮তম মিনিটে পাও কুবার্সির হেড পোস্টের ওপর দিয়ে যায়।

২৯ মিনিটে বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় সোসিয়েদাদ। ব্রাইস মেন্দেসের ফ্রি কিক কর্নারের বিনিময়ে কোনো মতে ঠেকিয়ে দেন বার্সা গোলকিপার পেনা। তবে ৪ মিনিট পর ২৫ বছর বয়সী এ গোলকিপারের ভুলেই এগিয়ে যায় সোসিয়েদাদ।

গোলকিকে পেনার শট যায় সোসিয়েদাদে কাছে। সেখান থেকে আক্রমণে ওঠা সোসিয়েদাদ বেকারের সৌজন্যে গোলের দেখা পায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। বেকারের পাসে বক্সের ভেতর দারুণ জায়গায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করে বসেন স্প্যানিশ স্ট্রাইকার। বেকারও অবশ্য তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন।

ম্যাচের শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্লিকের দলকে। এ হারেও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বার্সা। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট কাতালান ক্লাবটির। ৬ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে রেয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

বিবর্ণ পারফরম্যান্সে হারের পর ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আজকের দিনটা আমাদের ছিল না। আমার মনে হয় আমাদের ফলটা মেনে নেওয়া উচিত। কারণ ওরা পরিকল্পনামাফিক ফুটবল খেলেছে। এটা পরিষ্কার আর এটা (পরাজয়) নিয়ে কোনো অজুহাত নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।’

বার্সা কোচ যোগ করেন, ‘আমরা বল পায়ে শুরুটা ভালো করেছিলাম। আমিও খুশি ছিলাম। কিন্তু (সোসিয়েদাদের) গোলটার পর থেকেই আমরা ভুগেছি। হারের দায়টা আমাদেরই। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’