ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৯০ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ‘বড়’ হামলা হিজবুল্লাহর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ সোমবার ইসরায়েলে ৯০টি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়। ভেঙে গেছে কয়েকটি বাড়ি ও রাস্তায় থাকা গাড়ি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফাকে টার্গেট করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

টাইমস অব ইসরায়েল বলছে, এই হামলায় চারজন আহতের খবর পেয়েছে তারা। এর মধ্যে এক শিশু রয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আয়রন ডোম শনাক্ত করে এবং ঠেকিয়ে দিতে সক্ষম হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, গ্যালিলি এলাকায় রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দেয়। বেশ কয়েকটি রকেট কারমিল এলাকা ও কাছাকাছি শহরগুলোতে আঘাত করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লেবাননজুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার (ওয়্যারলেস ডিভাইস) বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করার একদিন পর এই হামলা হলো। তবে এ নিয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু।

নিউজটি শেয়ার করুন

৯০ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ‘বড়’ হামলা হিজবুল্লাহর

আপডেট সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ সোমবার ইসরায়েলে ৯০টি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়। ভেঙে গেছে কয়েকটি বাড়ি ও রাস্তায় থাকা গাড়ি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফাকে টার্গেট করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

টাইমস অব ইসরায়েল বলছে, এই হামলায় চারজন আহতের খবর পেয়েছে তারা। এর মধ্যে এক শিশু রয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আয়রন ডোম শনাক্ত করে এবং ঠেকিয়ে দিতে সক্ষম হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, গ্যালিলি এলাকায় রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দেয়। বেশ কয়েকটি রকেট কারমিল এলাকা ও কাছাকাছি শহরগুলোতে আঘাত করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লেবাননজুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার (ওয়্যারলেস ডিভাইস) বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করার একদিন পর এই হামলা হলো। তবে এ নিয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু।