২২ তারিখ থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। তার আগে অজিভূমে গিয়ে ক্যাঙারু বধ করল পাকিস্তান। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ওডিআই সিরিজ জিতল মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন আফ্রিদিরা।
প্রথম ওডিআই হারলেও পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল পাকিস্তান। সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল যাচ্ছিল পাকিস্তান দলের। লাগাতার ব্যর্থতার জেরে দলের অন্দরে চলছিল নানারকম ডামাডোল। সাদা বলের ক্রিকেটে বাবর আজমকে সরিয়ে অধনায়ক করা মহম্মজ রিজওয়ানকে। আর সেই রিজওয়ানের নেতৃত্বেই নতুন সূর্যোদয় হল পাকিস্তান ক্রিকেটে।
২০০২ সালে শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ় জিতেছিল পাকিস্তান। এই সিরিজের আগে পাক স্পিড স্টার শাহিন আফ্রিদির ফিটনেস ও দক্ষতা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু এই সিরিজে শাহিন নিজেকে ফের একবার প্রমাণ করেন। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহরা নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলের ব্যাটিং লাইনকে যে ধসিয়ে দিতে পারে তা ফের প্রমাণ হল।
তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ১৪০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৮ উইকেটে ম্যাচ ও সিরিজ জেতে পাকিস্তান। যদিও এই সিরিজে অস্ট্রেলিয়াক প্রথম দলের বেশিরভাগ তারকা ক্রিকেটার ছিল না। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সিরিজে ১-০ পিছিয়ে পড়ে সেখান থেকে কামব্যাক করে রিজওয়ানদের ট্রফি জেতাকে কোনওভাবেই ছোট করা যাবে না। ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের এই সাফল্য ভারতের উপর চাপ আরও বাড়ায় কিনা এখন সেটাই দেখার।