ইসরাইলি হামলায় গাজায় আরও ৪০ জন নিহত
- আপডেট সময় : ০৩:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে ড্রোন হামলায় ১০ জন ও নুসেইরাত শরণার্থী শিবিরের বিমান ও স্থল হামলায় ২০ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননের বেকা এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় নিহত ৩।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে “নিরাপদ অঞ্চল” হিসাবে ঘোষণা করেছিল।
এছাড়া ইসরাইলি ট্যাংকগুলো পশ্চিম দিক থেকে নুসেইরাত শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হওয়া এবং বাসিন্দাদের ওপর গোলাবর্ষণসহ একাধিক বিমান ও স্থল হামলায় ২০ জন নিহত হয়েছেন।
এদিকে, লেবাননের বেকা শহরের মায়দুন শহরের একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এতে বাড়িটি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।