শাহরুখকে প্রাণনাশের হুমকি? রসহ্য উন্মোচনে মরিয়া পুলিশ
- আপডেট সময় : ০২:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
বলিউড বাদশা শাহরুখ খানকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ফয়জান খানকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এখন তাকে রায়পুর আদালতে পেশ করা হবে। পুলিশ এই মামলায় তাকে একটি নোটিশ দিলেও সে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করে নি। এরপরই পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে রিমান্ডে নেওয়ার দাবি জানাবে পুলিশ।
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার পর গোটা ইন্ডাস্ট্রিতে তোলপাড় শুরু হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ । এখন এই মামলার মূল অভিযুক্ত ফয়জান খানকে সকালে গ্রেফতার করা হয়েছে। রায়পুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের বিশেষ অফিসাররা।
ফয়জানকে আজ মঙ্গলবার রায়পুরা আদালতে পেশ করা হবে। অভিযুক্ত ফয়জান খানের নামে গত সপ্তাহে নোটিশ জারি করেছিল মহারাষ্ট্র পুলিশ। এর আগে ফাইজানকে দুই ঘণ্টা জেরা করেছিল মুম্বই পুলিশ। ফয়জান খানকে একটি নোটিশ দেয় মুম্বই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু ফয়জান জেরা এড়িয়ে যাওয়ায় তাকে তখন তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এখন তাকে রায়পুরা আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে পুলিশ।
গত ৫ নভেম্বর ফোনে বলিউড বাদশা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি ৫০ লাখ টাকারও দাবি করা হয়। বলা হয় শাহরুখ খান ৫০ লাখ টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এরপরই কল ট্রেস করে তদন্ত শুরু করে পুলিশ।
শাহরুখ বরাবরই আন্ডারওয়ার্ল্ডের হিট লিস্টে। এর আগেও কর্মজীবনে একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এমনকি গত বছরের অক্টোবরে পাঠান ও জওয়ান ছবির সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। অভিনেতা এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপরে তাকে Y+ নিরাপত্তা দেওয়া হয়েছিল।