লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৪
- আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ গত রোববারের ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এনিয়ে গত এক বছরের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। চলমান হামলায় আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলি বাহিনীর। তবে গত সেপ্টেম্বরের শেষ থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের তীব্রতা বেড়েছে। অক্টোবর থেকে দেশটিতে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।
পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সোমবার ইসরায়েলে ৯০টি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয় কিছু স্থাপনা ও যানবাহন।
এদিকে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অনেক দেশ। তবে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির নয় বলে জানিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, হিজবুল্লাহকে দমাতে পেরেছে ইসরায়েলি বাহিনী। তবে জয়ের ফল পেতে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে।