সিরিজ হারের ব্যাখ্যা দিলেন মিরাজ
- আপডেট সময় : ০২:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
টেস্টের পর ওয়ানডেতেও ছন্নছাড়া বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজ হারল আফগানিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোয় তৈরি হয়েছিল সিরিজ জয়ের সুযোগ। তবে, সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ মেহেদী মিরাজের দল। পরপর দুই বছর আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। এমন হারের কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচে ২৩৫ রানের পুঁজি নিয়ে ৯২ রানে ম্যাচ জেতে আফগানিস্তান, পরের ম্যাচে ২৫২ রান তুলে বাংলাদেশ জিতে যায় ৬৮ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মাহমুদউল্লাহর ৯৮ ও মিরাজের ৬৬ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ তোলে ২৪৪ রান।
যদিও সাবলীল ব্যাটিংয়ে সেই রান সহজেই তাড়া করে স্বাগতিকরা। ৭ ছক্কায় রাহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি ও ৫ ছক্কায় আজমাতউল্লাহ ওমারজাইয়ের অপরাজিত ৭০ রানের ইনিংসে আফগানিস্তান ৫ উইকেটের জয়ে সিরিজও জিতে যায়।
ম্যাচ শেষে হারের কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। আগের দুই ম্যাচে দেখলাম পরের দিকে বল ভালো স্পিন করেছে। কিন্তু আজকে মনে হলো কায়াশার কারণে বল সহজেই ব্যাটে যাচ্ছিল। এজন্য আফগানদের ব্যাট করা সহজ হয়। আজ আমরা যেমন ভেবেছিলাম কুয়াশার কারণে তা হয়নি।’
মিরাজ আরও যোগ করেন, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’