ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
ইসরায়েল ও ইরানের সংঘাত: বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে দুতাবাস। ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের + ৯৮৯908577368 ও + ৯৮৯১22065745 নম্বরে (হোয়াটসঅ্যাপ সহ) যোগাযোগ করতে বলেছে দূতাবাস কর্তৃপক্ষ।

২২ বছরেই না ফেরার দেশে ফুটবলার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২২ সালের নভেম্বরে ইরাকের বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে ইকুয়েডর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মার্কো আনগুলোর। জাতীয় দলের জার্সিতে এরপর খেলার সুযোগ পেয়েছিলেন শুধু আরেকটি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিও ছিল প্রীতি ম্যাচ। এ দুই ম্যাচেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে গেল ২২ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারের। শুধু ফুটবল ক্যারিয়ার না, জীবনের গল্পটাই থেমে গেছে আনগুলোর।

গত ৭ অক্টোবর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন আনগুলো। এরপর হাসপাতালে দীর্ঘ এক মাসের বেশি থাকার পর গত সোমবার রাতে মারা যান দেশটির ক্লাব এলডিইউ কিটোর মিডফিল্ডার। ক্লাবটির পক্ষ থেকে আনগুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, ভয়াবহ সে গাড়ি দুর্ঘটনায় মাথা ও ফুসফুসে আঘাত পান আনগুলো। এরপর রাজধানী কিটোর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এ সময়ে বেশ কয়েকটি অপারেশন করা হয়েছে আনগুলোর। দুর্ঘটনার পর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ছিলেন তিনি। তবে সব আয়োজনের সমাপ্তি ঘটিয়ে গত সোমবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আনগুলো।

তাঁর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এলডিইউ কিটো এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আনগুলো মারা গেছেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইলো। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, তিনি আমাদের হৃদয়ে অমলিন থাকবেন।’

এর আগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব সিনসিনাতির হয়ে খেলতেন আনগুলো। যুক্তরাষ্ট্রের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, আনগুলোর মৃত্যুর খবর শুনে তাঁদের হৃদয় ভেঙে গেছে।

অবশ্য যুক্তরাষ্ট্রে এক মৌসুম কাটানোর পর চলতি বছরের মার্চে এলডিইউ কিটোতে ধারে যোগ দেন আনগুলো। ইকুয়েডরের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ১৬টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ মাঠে নেমেছিলেন গত ৬ অক্টোবর। এর একদিন পরেই ভয়াবহ সেই গাড়ি দুর্ঘটনা ঘটে।

ইকুয়েডরের সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, সেই গাড়িতে থাকা ৫ জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেলেন ৩ জন। এর আগে আনগুলোর সাবেক সতীর্থ রবের্তো কাবেসাস এবং ভিক্তর কারকোপা নামে আনগুলোর এক বন্ধু মারা গেছেন।

আনগুলোর মৃত্যুতে শোক জানিয়ে ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘মার্কো আনগুলোর মৃত্যুতে ইকুয়েডরের ফুটবল অ্যাসোসিয়েশন গভীর সমবেদনা প্রকাশ করছে। মার্কো শুধু মাত্র একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, সতীর্থ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। তিনি আমাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে গেলেন। বিশেষ করে আমরা যারা তাঁর সঙ্গে অসংখ্য সফরে, ম্যাচের সময় ও অনুশীলনে সময় কাটিয়েছি। শান্তিতে থাকুন, আনগুলো।’

নিউজটি শেয়ার করুন

২২ বছরেই না ফেরার দেশে ফুটবলার

আপডেট সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

২০২২ সালের নভেম্বরে ইরাকের বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে ইকুয়েডর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মার্কো আনগুলোর। জাতীয় দলের জার্সিতে এরপর খেলার সুযোগ পেয়েছিলেন শুধু আরেকটি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিও ছিল প্রীতি ম্যাচ। এ দুই ম্যাচেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে গেল ২২ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারের। শুধু ফুটবল ক্যারিয়ার না, জীবনের গল্পটাই থেমে গেছে আনগুলোর।

গত ৭ অক্টোবর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন আনগুলো। এরপর হাসপাতালে দীর্ঘ এক মাসের বেশি থাকার পর গত সোমবার রাতে মারা যান দেশটির ক্লাব এলডিইউ কিটোর মিডফিল্ডার। ক্লাবটির পক্ষ থেকে আনগুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে, ভয়াবহ সে গাড়ি দুর্ঘটনায় মাথা ও ফুসফুসে আঘাত পান আনগুলো। এরপর রাজধানী কিটোর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এ সময়ে বেশ কয়েকটি অপারেশন করা হয়েছে আনগুলোর। দুর্ঘটনার পর থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ছিলেন তিনি। তবে সব আয়োজনের সমাপ্তি ঘটিয়ে গত সোমবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আনগুলো।

তাঁর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এলডিইউ কিটো এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আনগুলো মারা গেছেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইলো। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, তিনি আমাদের হৃদয়ে অমলিন থাকবেন।’

এর আগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব সিনসিনাতির হয়ে খেলতেন আনগুলো। যুক্তরাষ্ট্রের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, আনগুলোর মৃত্যুর খবর শুনে তাঁদের হৃদয় ভেঙে গেছে।

অবশ্য যুক্তরাষ্ট্রে এক মৌসুম কাটানোর পর চলতি বছরের মার্চে এলডিইউ কিটোতে ধারে যোগ দেন আনগুলো। ইকুয়েডরের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ১৬টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ মাঠে নেমেছিলেন গত ৬ অক্টোবর। এর একদিন পরেই ভয়াবহ সেই গাড়ি দুর্ঘটনা ঘটে।

ইকুয়েডরের সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, সেই গাড়িতে থাকা ৫ জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেলেন ৩ জন। এর আগে আনগুলোর সাবেক সতীর্থ রবের্তো কাবেসাস এবং ভিক্তর কারকোপা নামে আনগুলোর এক বন্ধু মারা গেছেন।

আনগুলোর মৃত্যুতে শোক জানিয়ে ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘মার্কো আনগুলোর মৃত্যুতে ইকুয়েডরের ফুটবল অ্যাসোসিয়েশন গভীর সমবেদনা প্রকাশ করছে। মার্কো শুধু মাত্র একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, সতীর্থ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। তিনি আমাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে গেলেন। বিশেষ করে আমরা যারা তাঁর সঙ্গে অসংখ্য সফরে, ম্যাচের সময় ও অনুশীলনে সময় কাটিয়েছি। শান্তিতে থাকুন, আনগুলো।’