ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেগসেথ। তবে মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট ব্যক্তি। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পিটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।
তবে এ ব্যাপারে হেগসেথের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি।

বিবিসি জানিয়েছে, এর আগে ট্রাম্প তাঁর প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন তিনি।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইকেল ওয়াল্টজ। আর পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ

আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেগসেথ। তবে মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট ব্যক্তি। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পিটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।
তবে এ ব্যাপারে হেগসেথের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি।

বিবিসি জানিয়েছে, এর আগে ট্রাম্প তাঁর প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন তিনি।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইকেল ওয়াল্টজ। আর পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন।