ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাধুরীর সঙ্গে এই কাজ করা সহজ ছিল না বিদ্যার পক্ষে!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া থ্রি’। এই সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, রাজপাল যাদব সহ আরও অনেকে। এই সিনেমায় ফের আরও একবার ‘মঞ্জুলিকা’র চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তবে এবারে মাধুরীর সঙ্গে নাচের তালে তালে তাল মেলাতে তিনি যে কতটা হিমশিম খেয়ে ছিলেন, সেটাই জানালেন সংবাদমাধ্যমকে।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসকে সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে বিদ্যা বলেন, ‘মাধুরীর সঙ্গে একই মঞ্চে নাচ করা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। এর আগে মাধুরীর সঙ্গে যারা স্ক্রিন শেয়ার করেছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন এবং করিশমা কাপুর দুজনেই প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী ছিলেন। কিন্তু আমার ব্যাপারটা একেবারেই অন্য। আমি নিজেকে কোনও নৃত্যশিল্পী হিসেবে মনে করি না।’

বিদ্যা আরও বলেন,’ আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম, মাধুরী দীক্ষিতের সঙ্গে যদি আমাকে নাচ করতে হয় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে। তবে এটাই আমার জীবনের সেই সুযোগ ছিল, যখন আমি নিজেকে প্রমাণিত করতে পারতাম। আমি এই সুযোগটি পাওয়ার জন্য দ্বিগুণ পরিশ্রম করেছিলাম এবং অবশেষে মাধুরীর সঙ্গে একই মঞ্চে নাচ করতে পেরেছি আমি। গোটা ব্যাপারটাই ভীষণ উপভোগ করেছিলাম আমি।’

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া থ্রি’ হল ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইসির তৃতীয় সিনেমা। ‘ভুলভুলাইয়া ২’ থেকেই কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে ‘রুহ বাবা’র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ‘ভুলভুলাইয়া’র পর আরও একবার ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় মঞ্জুলিকার চরিত্র দেখা গিয়েয় বিদ্যাকে। মাধুরী দীক্ষিতও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

মাধুরীর সঙ্গে এই কাজ করা সহজ ছিল না বিদ্যার পক্ষে!

আপডেট সময় : ০১:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া থ্রি’। এই সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, রাজপাল যাদব সহ আরও অনেকে। এই সিনেমায় ফের আরও একবার ‘মঞ্জুলিকা’র চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তবে এবারে মাধুরীর সঙ্গে নাচের তালে তালে তাল মেলাতে তিনি যে কতটা হিমশিম খেয়ে ছিলেন, সেটাই জানালেন সংবাদমাধ্যমকে।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসকে সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে বিদ্যা বলেন, ‘মাধুরীর সঙ্গে একই মঞ্চে নাচ করা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। এর আগে মাধুরীর সঙ্গে যারা স্ক্রিন শেয়ার করেছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন এবং করিশমা কাপুর দুজনেই প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী ছিলেন। কিন্তু আমার ব্যাপারটা একেবারেই অন্য। আমি নিজেকে কোনও নৃত্যশিল্পী হিসেবে মনে করি না।’

বিদ্যা আরও বলেন,’ আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম, মাধুরী দীক্ষিতের সঙ্গে যদি আমাকে নাচ করতে হয় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে। তবে এটাই আমার জীবনের সেই সুযোগ ছিল, যখন আমি নিজেকে প্রমাণিত করতে পারতাম। আমি এই সুযোগটি পাওয়ার জন্য দ্বিগুণ পরিশ্রম করেছিলাম এবং অবশেষে মাধুরীর সঙ্গে একই মঞ্চে নাচ করতে পেরেছি আমি। গোটা ব্যাপারটাই ভীষণ উপভোগ করেছিলাম আমি।’

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া থ্রি’ হল ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইসির তৃতীয় সিনেমা। ‘ভুলভুলাইয়া ২’ থেকেই কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে ‘রুহ বাবা’র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ‘ভুলভুলাইয়া’র পর আরও একবার ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় মঞ্জুলিকার চরিত্র দেখা গিয়েয় বিদ্যাকে। মাধুরী দীক্ষিতও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়।