ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেয়াদ শেষ হওয়ার আগেই জার্মানিতে নির্বাচনের ঘোষণা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন জোটে ভাঙন দেখা দেয়ায় এ সিদ্ধান্ত বেছে নেয় দেশটির বর্তমান সরকার।

জার্মানির ২১তম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের ২৮শে সেপ্টেম্বর। কিন্তু ৬ই নভেম্বর জোটভুক্ত তিন শরিক দলের সভার পর চ্যান্সেলর ওলাফ শোলৎজ জোটভুক্ত ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন। এতে জোটে ভাঙন দেখা দেয়। জোট সরকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে ক্ষেত্রে চ্যান্সেলর আগামী ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট ও ২০২৫ সালের ১৫ মার্চ নির্বাচন করতে চেয়েছিলেন।

তবে প্রধান বিরোধী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর নতুন নির্বাচনের তারিখ ঠিক হয়েছে ২০২৫ সালের ২৩ ফেব্র“য়ারি। তার আগেই ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট হবে।

চ্যান্সেলর ওলাফ শলৎজের সংখ্যালঘু সরকার আস্থা ভোটে পরাজিত হবে জেনেও তা করছেন। এর কারণ হলো, সাংবিধানিক ধারাবাহিকতা বহাল রাখা। আস্থা ভোটে পরাজিত হওয়ার পর শলৎজ জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে নতুন নির্বাচনের ঘোষণা দিতে অনুরোধ করবেন।

নতুন নির্বাচনের তারিখ নিয়ে জার্মানির সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল মিলে আলোচনার পরই এই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে নির্বাচনের তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।

জার্মানিতে জোট বেঁধে সরকার গঠনের রেওয়াজ দীর্ঘদিনের। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জার্মানির ২০তম নির্বাচনের পর দীর্ঘ ১০ সপ্তাহ দলগুলো নিজেদের মধ্য আলোচনা করে। পরবর্তীকালে তিনটি দল জোটবদ্ধভাবে চার বছর সরকার চালাতে একমত হয়। কিন্তু চার বছর পার না হতেই এই জোট সরকার ভেঙে গেল।

নিউজটি শেয়ার করুন

মেয়াদ শেষ হওয়ার আগেই জার্মানিতে নির্বাচনের ঘোষণা

আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন জোটে ভাঙন দেখা দেয়ায় এ সিদ্ধান্ত বেছে নেয় দেশটির বর্তমান সরকার।

জার্মানির ২১তম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের ২৮শে সেপ্টেম্বর। কিন্তু ৬ই নভেম্বর জোটভুক্ত তিন শরিক দলের সভার পর চ্যান্সেলর ওলাফ শোলৎজ জোটভুক্ত ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন। এতে জোটে ভাঙন দেখা দেয়। জোট সরকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে ক্ষেত্রে চ্যান্সেলর আগামী ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট ও ২০২৫ সালের ১৫ মার্চ নির্বাচন করতে চেয়েছিলেন।

তবে প্রধান বিরোধী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর নতুন নির্বাচনের তারিখ ঠিক হয়েছে ২০২৫ সালের ২৩ ফেব্র“য়ারি। তার আগেই ১৬ ডিসেম্বর পার্লামেন্টে আস্থা ভোট হবে।

চ্যান্সেলর ওলাফ শলৎজের সংখ্যালঘু সরকার আস্থা ভোটে পরাজিত হবে জেনেও তা করছেন। এর কারণ হলো, সাংবিধানিক ধারাবাহিকতা বহাল রাখা। আস্থা ভোটে পরাজিত হওয়ার পর শলৎজ জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে নতুন নির্বাচনের ঘোষণা দিতে অনুরোধ করবেন।

নতুন নির্বাচনের তারিখ নিয়ে জার্মানির সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল ও ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল মিলে আলোচনার পরই এই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে নির্বাচনের তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।

জার্মানিতে জোট বেঁধে সরকার গঠনের রেওয়াজ দীর্ঘদিনের। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জার্মানির ২০তম নির্বাচনের পর দীর্ঘ ১০ সপ্তাহ দলগুলো নিজেদের মধ্য আলোচনা করে। পরবর্তীকালে তিনটি দল জোটবদ্ধভাবে চার বছর সরকার চালাতে একমত হয়। কিন্তু চার বছর পার না হতেই এই জোট সরকার ভেঙে গেল।