বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা মূল সংবিধানের ‘কনসেপ্টের’ পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বুধবার হাইকোর্টে এ মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না। কিন্তু তাঁকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী।
এ ছাড়া ১৫তম সংশোধনী বাতিলের রুল শুনানিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে, শত শত মানুষকে গুম করা, হত্যা করা, নির্বিচারে গায়েবি মামলা দেওয়া বা তথাকথিত গণতন্ত্রের নামে জনগণের সাথে প্রতারণা করা।
এরআগে গত ১৬ অক্টোবর বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা নিয়ে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই দিন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্তর্বর্তী সরকার ‘জাতির পিতা’ মনে করে না বলে জানান।