বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনো রাখে হিজবুল্লাহ: মার্কিন গোয়েন্দা
- আপডেট সময় : ০৩:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলমগ্রেন বলেছেন, বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনো রাখে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে তাদের ইসরাইলের সঙ্গে সীমান্তে স্থল বাহিনী এখনো প্রায় অক্ষত রয়েছে। গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ অনেক আগে থেকেই বিশাল রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি সংগ্রহ করেছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থানে শুরু করেছিল।
হোলমগ্রেন বলেন, নেতৃত্বের ক্ষতি তাদের সংগঠিত হওয়ার ক্ষমতায় প্রভাব ফেলেছে এবং কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতাও কমিয়েছে। তবে দক্ষিণে তাদের স্থল বাহিনী কিছুটা অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিদেশে হামলার সম্ভাবনা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার হেজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর অন্তত ১০০ সেনাকে হত্যা করেছে এবং এক হাজারেরও বেশি সেনাকে আহত করেছে। যখন ইসরায়েল গত মাসে চতুর্থবারের মতো লেবাননে আক্রমণ করেছে। যদিও গ্রুপটি এখনো তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি, তবে কিছু অনুমানে এক হাজার জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হতে পারে।