৬ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৩:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
গত তিন মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় হাজারেরও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েচে প্রায় ২ লক্ষ রাউন্ড গোলাবারুদ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপরাধের সঙ্গে যুক্ত আড়াই হাজার ব্যক্তিকে।
আজ বুধবার (১৩ই নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের অফির্সাস মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলে এ তথ্য জানিয়েছেন সেনাসদরের মিলিটারী অপরাশেনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেকাফ হায়দার খান । তিনি বলেন, সরকার পতনের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-এর অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে সেনাবাহিনী।
পাশাপাশি কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে বর্তমানে দেশের ২০৮৯ টি গার্মেন্টস কারখানার মধ্যে প্রায় সবগুলোই এ মুহূর্তে চালু রয়েছে। এর পাশাপাশি ৭০০-এর অধিক বিভিন্ন ধরণের বিশৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বাহিনীটি।
সেনাবাহিনী কত দিন মাঠে অবস্থান করবে এই প্রশ্নে তিনি বলেন, অন্তবর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে।