‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’
- আপডেট সময় : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। পরে বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেয়া হয়।
এসময় তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হয়। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতদের চিকিৎসায় সরকারের দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়ন করা জরুরি। ছাত্র-জনতার ওপর এমন নির্যাতনের পর আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে প্রশ্ন তোলেন সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ জানান, এর আগেও বিএনপি কয়েক দফা আহতদের আর্থিক সহযোগিতা করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করার।
এসময় সরকারকে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে নেয়ার পরামর্শ দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।