ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-জিনপিং

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তৃতীয়বার বা শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে এটিই দুই নেতার শেষ বৈঠক হতে পারে। বৈঠকে ওয়াশিংটন-বেইজিং ক্রমবর্ধমান উত্তেজনাসহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করবেন দুই নেতা।

এছাড়া, চীন-সংশ্লিষ্ট গোষ্ঠীর দ্বারা মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত টেলিযোগাযোগ সিস্টেম হ্যাক করার বিষয়ে জিনপিংয়ের কাছে উদ্বেগ তুলে ধরবেন বাইডেন।

রয়টার্স বলছে, বৈশ্বিক পরাশক্তি এই দেশের দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন।

তবে, দুই নেতার বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি বেইজিং।

নিউজটি শেয়ার করুন

শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-জিনপিং

আপডেট সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তৃতীয়বার বা শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে এটিই দুই নেতার শেষ বৈঠক হতে পারে। বৈঠকে ওয়াশিংটন-বেইজিং ক্রমবর্ধমান উত্তেজনাসহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করবেন দুই নেতা।

এছাড়া, চীন-সংশ্লিষ্ট গোষ্ঠীর দ্বারা মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত টেলিযোগাযোগ সিস্টেম হ্যাক করার বিষয়ে জিনপিংয়ের কাছে উদ্বেগ তুলে ধরবেন বাইডেন।

রয়টার্স বলছে, বৈশ্বিক পরাশক্তি এই দেশের দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন।

তবে, দুই নেতার বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি বেইজিং।