ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন বৈঠক

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথা মেনে হোয়াইট হাউসে বৈঠক করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার(১৩ই নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন উভয়েই।
বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার অবস্থান নিয়েও মতবিনিময় করেছেন দুই নেতা।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, বৈঠকে জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সহায়তা করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে। কারণ একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে। এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্র“তি দেন। তবে কীভাবে তা করবেন, তা ব্যাখ্যা করেননি।

পরে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। যুদ্ধে আমেরিকার অবস্থান নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। আর এ জন্য তিনি বাইডেনের প্রশংসা করেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন বৈঠক

আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

প্রথা মেনে হোয়াইট হাউসে বৈঠক করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার(১৩ই নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন উভয়েই।
বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার অবস্থান নিয়েও মতবিনিময় করেছেন দুই নেতা।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, বৈঠকে জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সহায়তা করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে। কারণ একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে। এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্র“তি দেন। তবে কীভাবে তা করবেন, তা ব্যাখ্যা করেননি।

পরে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। যুদ্ধে আমেরিকার অবস্থান নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। আর এ জন্য তিনি বাইডেনের প্রশংসা করেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প।