পিপীলিকার পাখা গজায়… খেলা থামানোর তরে!
- আপডেট সময় : ০২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে ভারত। তিলক ভার্মার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে ভারত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছে।
রেকর্ড ভার্মাও করেছেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন এই বাঁহাতি। রেকর্ড ভাঙাগড়ার এই ম্যাচে বাড়তি কিছু নিয়ে হাজির হয়েছিল কিছু পিঁপড়া। সেঞ্চুরিয়নে গতকাল উড়ন্ত পিঁপড়ার কারণে বেশকিছুক্ষণ ম্যাচ থামিয়ে রাখতে হয়েছিল।
সুপারস্পোর্ট পার্কে গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতে হাজার হাজার উড়ন্ত পিঁপড়া হাজির হয়। অধিকাংশ ফ্লাডলাইটের কাছে থাকলেও মাঠেও ঘুরতে বেড়িয়েছিল অনেক পিঁপড়া। এক পর্যায়ে খেলোয়াড়দের ঘিরে ফেলায় খেলা থামাতে বাধ্য করেন।
দারুণ ফর্মে থাকা সঞ্জু স্যামসন ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে গেলে গতকাল ব্যাটিং লাইনআপে প্রমোশন পান ভার্মা। অন্যদিকে ফর্ম হারিয়ে খোঁজা অভিষেক শর্মাও নিজেকে ফিরে পান। দুজনে মিলে পাওয়ার প্লেতে ৭০ রান তুলে ফেলেন। নবম ওভারে অভিষেক শর্মা যখন ২৫ বলে ঠিক ৫০ রান করে ফিরছেন, ভারতের রান ততক্ষণে ১০৭। প্রথমে একটু সময় নেওয়া ভার্মা ৩২ বলে ফিফটি পেলেও সেঞ্চুরি ছুঁয়েছেন ৫১ বলেই।
এ কারণেই অভিষেক ও ভার্মা ছাড়া অন্যরা ব্যর্থ হওয়ার পরও ভারত ২১৯ রানের সংগ্রহ পায়। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানে অপরাজিত ছিলেন।
তাড়া করতে নেমে প্রথম ওভারে ৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ওই সময় পিঁপড়াদের ফ্লাডলাইটের কাছে দেখা গেলেও পরের ওভারেই উইকেটের আশপাশে দেখা যায়। মাঠের আম্পায়াররা তাই দুই অধিনায়কের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন।
আধ ঘণ্টা অপেক্ষার পর নিরাপদ বোধ হওয়ায় আবার মাঠে নামে দুই দল। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার কেউই ভরসা দিতে পারেননি দলকে। শেষ দিকে মার্কো ইয়ানসেন ১৬ বলে ফিফটি ছুঁয়ে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু অন্যপ্রান্তে কোনো সাহায্য পাননি ১৭ বলে ৫৪ রান করা এই অলরাউন্ডার। শেষ ওভারে ৪ চার ও ৫ ছক্কার ইনিংসটি থামার সঙ্গে সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত আগামীকাল নামবে সিরিজ জয়ের আশায়।