ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রান্না করতে ভালবাসেন রানি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনি নাকি ভীষণ রান্না করতে ভালবাসেন। আর সেই কারণেই তাঁর বন্ধুরা মনে করতেন, বিয়ের পরে নাকি শাড়ির আঁচল কোমরে গুঁজে কেবলই রান্না করবেন তিনি। কিন্তু তা হয়নি। বিবাহের সঙ্গে সঙ্গেই তিনি সামলেছেন কেরিয়ার। কিন্তু তারপরেও রান্না ছাড়েননি তিনি। স্বামীর জন্য রান্না করেন তিনি। তিনি কে? রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)।

সদ্য একটি কুকিং শো-তে এসে রানি মুখোপাধ্যায় বলেছিলেন, ‘আমার তখনও বিয়ে হয়নি। আমার বন্ধুরা মনে করত, বিয়ের পরে সবাই আমায় দেখবে আমি কোমরে আঁচল গুঁজে রুটি বেলছি। এ ছাড়া আমার আর কোনও কাজই থাকতে পারে না। তবে আমার যখন বিয়ে হল.. আমি আমার স্বামীর জন্য রান্না করেছিলাম। কিছু ইতালিয়ান খাবার বানিয়েছিলাম আমি আদিত্যর জন্য। ওর খুব ভাল লেগেছিল। আর সকালবেলা আদিত্য আমার হাতের চিজ অমলেট খেতে খুব ভালবাসে।’

কাজের ক্ষেত্রে, ফের ‘মর্দানি’-র সিক্যুয়েলে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। এই ছবি সদ্যই ১০ বছর পূর্ণ করেছে। এই ছবির ১০ বছর পূর্তিতে যশরাজ ফিল্মসের (Yash Raj Films)-এর তরফ থেকে ঘোষণা করা হল মর্দানি (Mardaani)-র সিক্যুয়েলের। ‘মর্দানি’ ও ‘মর্দানি ২’-এর পরে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে পর্দায় আসবে ‘মর্দানি ৩’। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কেই দেখা যাবে দোর্দণ্ডপ্রতাপ শিবানী শিবাজী রায় (Shivani Shivaji Roy)-র ভূমিকায়। এর আগের জুটি সিক্যুয়ালেও রানিকে দেখা গিয়েছিল এই চরিত্রেই। ন্যায়পরায়ণ, সাহসী একজন পুলিশ অফিসারের চরিত্রে ফের একবার বাজিমাৎ করবেন রানি, এমনটাই আশা নির্মাতাদের।

তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল ‘বিয়ের ফুল’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি।

নিউজটি শেয়ার করুন

রান্না করতে ভালবাসেন রানি

আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

তিনি নাকি ভীষণ রান্না করতে ভালবাসেন। আর সেই কারণেই তাঁর বন্ধুরা মনে করতেন, বিয়ের পরে নাকি শাড়ির আঁচল কোমরে গুঁজে কেবলই রান্না করবেন তিনি। কিন্তু তা হয়নি। বিবাহের সঙ্গে সঙ্গেই তিনি সামলেছেন কেরিয়ার। কিন্তু তারপরেও রান্না ছাড়েননি তিনি। স্বামীর জন্য রান্না করেন তিনি। তিনি কে? রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)।

সদ্য একটি কুকিং শো-তে এসে রানি মুখোপাধ্যায় বলেছিলেন, ‘আমার তখনও বিয়ে হয়নি। আমার বন্ধুরা মনে করত, বিয়ের পরে সবাই আমায় দেখবে আমি কোমরে আঁচল গুঁজে রুটি বেলছি। এ ছাড়া আমার আর কোনও কাজই থাকতে পারে না। তবে আমার যখন বিয়ে হল.. আমি আমার স্বামীর জন্য রান্না করেছিলাম। কিছু ইতালিয়ান খাবার বানিয়েছিলাম আমি আদিত্যর জন্য। ওর খুব ভাল লেগেছিল। আর সকালবেলা আদিত্য আমার হাতের চিজ অমলেট খেতে খুব ভালবাসে।’

কাজের ক্ষেত্রে, ফের ‘মর্দানি’-র সিক্যুয়েলে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। এই ছবি সদ্যই ১০ বছর পূর্ণ করেছে। এই ছবির ১০ বছর পূর্তিতে যশরাজ ফিল্মসের (Yash Raj Films)-এর তরফ থেকে ঘোষণা করা হল মর্দানি (Mardaani)-র সিক্যুয়েলের। ‘মর্দানি’ ও ‘মর্দানি ২’-এর পরে, আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে পর্দায় আসবে ‘মর্দানি ৩’। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কেই দেখা যাবে দোর্দণ্ডপ্রতাপ শিবানী শিবাজী রায় (Shivani Shivaji Roy)-র ভূমিকায়। এর আগের জুটি সিক্যুয়ালেও রানিকে দেখা গিয়েছিল এই চরিত্রেই। ন্যায়পরায়ণ, সাহসী একজন পুলিশ অফিসারের চরিত্রে ফের একবার বাজিমাৎ করবেন রানি, এমনটাই আশা নির্মাতাদের।

তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল ‘বিয়ের ফুল’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি।