উত্তর জনপদে সকাল ঘন কুয়াশায় ঢাকছে
- আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুরের বিমানবন্দরে শুক্রবার সকালে উড়োজাহাজ ওঠানামায় বিঘœ ঘটেছে। এতে সকালে বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্ট্রার একটি বিমান সময়মতো অবতরণ করতে পারেনি। এতে বিপাকে পড়েন ফ্লাইট দু’টির ঢাকাগামী শতাধিক যাত্রী। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশা কেটে যাওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে, কার্তিকের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকে দেখা মিলছে কুয়াশার।
মধ্য হেমন্তে দেশের উত্তরের জেলা নীলফামারীতে বইছে শীতের আমেজ। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকালে সৈয়দপুরের বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে দু’টি ফ্লাইট সময়মতো অবতরণ করতে পারেনি। এতে ফ্লাইট দুইটির ঢাকগামী শতাধিক যাত্রী বিমানবন্দরে আটক পড়ে।
আবহাওয়া অফিস জানায়, ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিলো বিমানবন্দর এলাকা। সকালে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার দৃষ্টিসীমা না থাকায় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছে। তবে কুয়াশা কেটে যাওয়ার তিন ঘণ্টা পর আবারও বিমান চলাচল শুরু হয়।
এদিকে, উত্তরের আরেক জেলা পঞ্চগড়ে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। সকাল থেকে চলে মিষ্টি রোদের খেলা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, কয়েক দিন ধরে জেলায় ১৭ থেকে ১৮ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে। তবে শুক্রবার সকালে তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসে জানিয়েছে, কিছুদিন পর জেলায় শীতের তীব্রতা আরও বাড়বে।