বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে হিন্দুদের অধিকার খর্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং মৌলবাদী নেগেটিভ তৈরি করেছে ভারত। যার সঙ্গে বাস্তবতার মিল নেই।
আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন : সমাধানের রাজনীতি কী? শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ২ দেশ একে অপরের মধ্যে সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একইভাবে আন্তর্জাতিক পানি চুক্তি পুনরায় লিখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর প্রশ্নে রাজনীতি বন্ধ করতে হবে। অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের একচ্ছত্র আধিপত্য চর্চাও পুরোনো। বছরের পর বছর কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে যা আরও অন্ধকারে নিমজ্জিত হয়েছে।