ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মুক্তিযুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতের আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি স্বীকার করেন, ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন হলে স্বাধীনতার সুফল নিয়ে দলটির মধ্যে শঙ্কা ছিল। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় স্বাধীনতা এলে সুফল পাওয়া যাবে না। তবে এটি সত্য যে জামায়াত তখন এক পাকিস্তান চেয়েছিল। কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন ও দমননীতির কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। দেশ স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীন বাংলাদেশকে হৃদয়ে গ্রহণ করেছি।”

জামায়াতের নিষিদ্ধকরণের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলেই আমাদের নিষিদ্ধ করার চেষ্টা করে। তবে নিষিদ্ধের রাজনীতি সমর্থনযোগ্য নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটিও জনগণই ঠিক করবে।”

নির্বাচন নিয়ে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে প্রয়োজনীয় সংস্কার করা উচিত। আমরা বারবার বলেছি, তাড়াহুড়ো না করলেও বিষয়টি দীর্ঘায়িত করা উচিত নয়।”

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতের আমির

আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি স্বীকার করেন, ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন হলে স্বাধীনতার সুফল নিয়ে দলটির মধ্যে শঙ্কা ছিল। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় স্বাধীনতা এলে সুফল পাওয়া যাবে না। তবে এটি সত্য যে জামায়াত তখন এক পাকিস্তান চেয়েছিল। কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন ও দমননীতির কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। দেশ স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীন বাংলাদেশকে হৃদয়ে গ্রহণ করেছি।”

জামায়াতের নিষিদ্ধকরণের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলেই আমাদের নিষিদ্ধ করার চেষ্টা করে। তবে নিষিদ্ধের রাজনীতি সমর্থনযোগ্য নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটিও জনগণই ঠিক করবে।”

নির্বাচন নিয়ে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে প্রয়োজনীয় সংস্কার করা উচিত। আমরা বারবার বলেছি, তাড়াহুড়ো না করলেও বিষয়টি দীর্ঘায়িত করা উচিত নয়।”