ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিলের আহ্বান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুস। আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে করতুলমুস এ দাবি জানান। খবর পার্সটুডের

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি ১৩ মাস ধরে চলছে।

তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরায়েলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ অব্যাহত রাখবে।

ইসরায়েলের বিরুদ্ধে কুরতুলমুস আরও বলেন, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার সদস্যপথ স্থগিত ছিল। এখন সময় হয়েছে, ইসরায়েলের গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্য পদ বাতিল করা।

যতক্ষণ পর্যন্ত অপরাধযজ্ঞ থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সদস্য পদ স্থগিত রাখা উচিত বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিলের আহ্বান

আপডেট সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিলের আহ্বান জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুস। আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে করতুলমুস এ দাবি জানান। খবর পার্সটুডের

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি ১৩ মাস ধরে চলছে।

তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরায়েলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ অব্যাহত রাখবে।

ইসরায়েলের বিরুদ্ধে কুরতুলমুস আরও বলেন, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার সদস্যপথ স্থগিত ছিল। এখন সময় হয়েছে, ইসরায়েলের গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্য পদ বাতিল করা।

যতক্ষণ পর্যন্ত অপরাধযজ্ঞ থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সদস্য পদ স্থগিত রাখা উচিত বলে জানান তিনি।