সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি হামলা, ১৫জন নিহত
- আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৩৩৭ বার পড়া হয়েছে
সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। ভবনগুলো রাজধানীর পশ্চিমে মাজেহ ও কুদসাইয়া এলাকায় অবস্থিত।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে হামলার লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর এবং অন্যান্য সম্পদ। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি তারা।
ইসরাইল বহু বছর ধরে সিরিয়ায় ইরান-সংযুক্ত লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ চালাচ্ছে। তবে গত বছরের ৭ই অক্টোবর গাজার যুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলি ভূখণ্ডে হামলার পর থেকে এই ধরনের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। সিরিয়ায় অবস্থানরত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডাররা মাজেহ এলাকায় বসবাস করেন। সাম্প্রতিক ইসরাইলি হামলায় সেখানে গোষ্ঠীগুলোর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।