‘অর্থনীতির ক্ষত সারাতে কিছুটা সময় লাগবে’
- আপডেট সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
অর্থনৈতিক খাতে বিগত শাসনামলে যে ক্ষত তৈরি হয়েছে তা থেকে উত্তরণ সম্ভব। তবে এজন্য কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, সরকারের নানা উদ্যোগে দেশের অর্র্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে। অনুষ্ঠানে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকার প্রবৃদ্ধি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। দেশকে এগিয়ে নিতে এখন অর্থনীতি ও জ্বালানি খাতের সংস্কার জরুরি।
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শনিবার ফাইনান্সিয়াল এন্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচক হিসেবে ছিলেন সরকারের উপদেষ্টা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ বলেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া সামনে আগানোর সুযোগ নেই।
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের সরকার দেশের অগ্রগতি নিয়ে ভুল তথ্য দিয়েছে। রাষ্ট্রের মেরামত প্রয়োজন নয়তো সংস্কার করে কোন লাভ হবেনা বলে জানান তিনি। একইসাথে জ্বালানি ও অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্ব দেয়ার তাগিদ দেন।
এসময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিগত সময়ে অর্থনৈতিক খাতে বিপুল অনিয়ম ও বিশৃঙ্খলা হয়েছে। তবে, হতাশ হবার কিছু নেই, দেশ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে।
নিত্যপণ্যের সাপ্লাইয়ে চাঁদাবাজি বড় সমস্যা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটি রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। পাঁচারের অর্থ ফেরত আনা হবে বলেও জানান তিনি।