দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে ভারতের সিরিজ জয়
- আপডেট সময় : ০১:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
আগেই ২-১-এ টি২০ সিরিজে এগিয়ে ছিলো সফরকারী ভারত। আজ স্বাগতিকদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে ১৩৫ রানের বিশাল জয় তুলে নেয় টি২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী দুই ব্যাটার সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার সেঞ্চুরিতে ২৮৪ রানের পাহাড়সম লক্ষ প্রোটিয়াদের জন্য নির্ধারণ করে ভারত।
সেই লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে লজ্জার হাত থেকে বাঁচাই যেনো প্রোটিয়াদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। ট্রিস্টান স্টাবস এবং ডেভিড মিলারের জুটির সুবাদে কিছুটা লড়াই চালায় স্বাগতিকরা। কিন্তু ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে ১০ বল বাকি থাকতে ১৪৮ রানেই অলআউট হয়ে যায় তারা।
ভারতের হয়ে অর্শদীপ সিং ৩টি, বরুন চক্রবর্তী ২টি এবং অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং এবং রবি বিষ্ণোই।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় দুই ব্যাটার। এইদিন সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা দুজনেই হাঁকান সেঞ্চুরি।
সঞ্জু স্যামসন ৫৬ বলে ১০৯ রানে ইনিংসের শেষ অব্দি অপরাজিত থাকেন। অন্যদিকে তিলক ভার্মা ৪৭ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তিনিও শেষ অব্দি অপরাজিত থাকেন। এর আগে টি২০ ক্রিকেটের ইতিহাসে কোনো দলের দুইজন ব্যাটসম্যান একইদিনে একই ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি।
ম্যাচসেরা হয়েছেন ৪৭ বলে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলা তিলক ভার্মা। সিরিজসেরার পুরস্কারও লুফে নেন এই ভারতীয় ব্যাটার।