ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাটকীয়তা শেষে জিতল উরুগুয়ে, খুশি হলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় ঘণ্টা বেজেছিল উরুগুয়ের। এরপর হঠাৎই কী যেন হয়ে যায় মার্সেলো বিয়েলসার শিষ্যদের। যেন জিততেই ভুলে যায় তারা। গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকেন দারউইন নুনিয়েস-ফাকুন্দো পেলিস্ত্রিরা।

দুঃসময়ের বৃত্তে বন্দী থাকা উরুগুয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে। প্রতিপক্ষ সেই কলম্বিয়া। বাংলাদেশ সময় আজ শনিবার সকালে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষ দিকের নাটকীয়তায় কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। এতে কোপা আমেরিকার ওই হারের প্রতিশোধও নেওয়া হলো বিয়েলসার দলের।

তবে উরুগুয়ের এ জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে আর্জেন্টিনা! কলম্বিয়ার বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়ায় ১১ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে উরুগুয়ে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে নেমে গেছে কলম্বিয়া। তবে ম্যাচটা যদি কোনোভাবে কলম্বিয়া জিতে যেত, তাহলে তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার পাশে বসত নেস্তর লরেনসোর দল। তখন ১১ ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্ট হয়ে যেত ২২, আর শীর্ষে থাকা মেসিদের পয়েন্টও ২২। এ যাত্রায় উরুগুয়েই আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে তফায়ে রাখল!

অবশ্য চেষ্টার কমতি রাখেনি কলম্বিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল কলম্বিয়াই। ম্যাচের ৩১ মিনিটে হুয়ান কিন্তেরোর গোলে এগিয়ে যায় লরেনসোর দল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া। তবে দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় উরুগুয়ে।

৫৭তম মিনিটে দাভিনসন সানচেসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বিয়েলসার দল। এর ৩ মিনিট পর রদ্রিগো আগিরে এগিয়ে দেন উরুগুয়েকে (২-১)। কিন্তু তখনও যে নাটকের অনেকটা বাকি।

যোগ করা ১২ মিনিট সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে গোল করে কলম্বিয়াকে ম্যাচে ফেরান (২-২) আন্দ্রেস গোমেস। এ গোলের পর আরও বেশ কিছুক্ষণ চলতে থাকে খেলা। যোগ করা সময়ের অন্তিম উরুগুয়ে মুখে হাসি ফোটান মানুয়েল উগার্তে। বক্সের ভেতর পেলিস্ত্রির ছোট্ট পাসে অনেকটা দৌড়ে এসে দারুণ এক শটে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। এতে স্বস্তির জয় পায় উরুগুয়ে।

নিউজটি শেয়ার করুন

নাটকীয়তা শেষে জিতল উরুগুয়ে, খুশি হলো আর্জেন্টিনা

আপডেট সময় : ০১:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় ঘণ্টা বেজেছিল উরুগুয়ের। এরপর হঠাৎই কী যেন হয়ে যায় মার্সেলো বিয়েলসার শিষ্যদের। যেন জিততেই ভুলে যায় তারা। গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকেন দারউইন নুনিয়েস-ফাকুন্দো পেলিস্ত্রিরা।

দুঃসময়ের বৃত্তে বন্দী থাকা উরুগুয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে। প্রতিপক্ষ সেই কলম্বিয়া। বাংলাদেশ সময় আজ শনিবার সকালে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষ দিকের নাটকীয়তায় কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। এতে কোপা আমেরিকার ওই হারের প্রতিশোধও নেওয়া হলো বিয়েলসার দলের।

তবে উরুগুয়ের এ জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে আর্জেন্টিনা! কলম্বিয়ার বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়ায় ১১ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে উরুগুয়ে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে নেমে গেছে কলম্বিয়া। তবে ম্যাচটা যদি কোনোভাবে কলম্বিয়া জিতে যেত, তাহলে তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার পাশে বসত নেস্তর লরেনসোর দল। তখন ১১ ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্ট হয়ে যেত ২২, আর শীর্ষে থাকা মেসিদের পয়েন্টও ২২। এ যাত্রায় উরুগুয়েই আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে তফায়ে রাখল!

অবশ্য চেষ্টার কমতি রাখেনি কলম্বিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল কলম্বিয়াই। ম্যাচের ৩১ মিনিটে হুয়ান কিন্তেরোর গোলে এগিয়ে যায় লরেনসোর দল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া। তবে দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় উরুগুয়ে।

৫৭তম মিনিটে দাভিনসন সানচেসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বিয়েলসার দল। এর ৩ মিনিট পর রদ্রিগো আগিরে এগিয়ে দেন উরুগুয়েকে (২-১)। কিন্তু তখনও যে নাটকের অনেকটা বাকি।

যোগ করা ১২ মিনিট সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে গোল করে কলম্বিয়াকে ম্যাচে ফেরান (২-২) আন্দ্রেস গোমেস। এ গোলের পর আরও বেশ কিছুক্ষণ চলতে থাকে খেলা। যোগ করা সময়ের অন্তিম উরুগুয়ে মুখে হাসি ফোটান মানুয়েল উগার্তে। বক্সের ভেতর পেলিস্ত্রির ছোট্ট পাসে অনেকটা দৌড়ে এসে দারুণ এক শটে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। এতে স্বস্তির জয় পায় উরুগুয়ে।