মধ্য নভেম্বরে রাজধানীতেও শুরু হয়েছে শীতের আমেজ। শীত সেরকম না পড়লেও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক। আজ দিনাজপুরে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়।
শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৪ এবং বাতাসের গতিবেগ ছিল উত্তর দিক থেকে ঘন্টায় ২ কিলোমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ সেলসিয়াস।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল উত্তর দিক থেকে ঘণ্টায় ২ কিলোমিটার। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলছেন, কয়েকদিন থেকেই হালকা হালকা শীত অনুভব হচ্ছে। গত কয়েকদিন থেকে আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। বেশিদূর দেখা যাচ্ছে না। তবে ঠান্ডা নেই সেভাবে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশার দেখা মিলছে। তবে এই মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবরে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হয় ১৬০ মিলিমিটার। কিন্তু এবার তা হয়েছে ২০৭ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টি বেশি হয়েছে ২৯ মিলিমিটার। এতে ঘূর্ণিঝড় ডানার প্রভাব ছিল। সেজন্য কুয়াশার সঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই।
অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম বলেন, নভেম্বর মাস ঘূর্ণিঝড়প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দেখা দিলেও তা এখন নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বর থেকে।