ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিয়োগ নিয়ে সমালোচনা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকায় গত ৫ই নভেম্বর নির্বাচনে জেতার পর পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজানোর কাজে ব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০শে জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর আগে, নিজ প্রশাসনের নিয়োগ কাজের বাছাই পর্ব শেষ করতে চান ট্রাম্প।

এরই মধ্যে অনেকের নাম ঘোষণা করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ব্যক্তিরা। তবে, একান্ত কিছু অনুগত ব্যক্তিদের মনোনয়ন দিয়ে ডেমোক্রেটদের সমালোচনার মুখে পড়েছেন। হতাশা প্রকাশ করেছেন রিপাবলিকানরাও।

তবে, বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ দেয়ার জন্য ট্রাম্প যাদের বেছে নিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প ঘোষিত নামগুলো নিয়ে ডেমোক্রেটরা, এমনকি রিপাবলিকানদের কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। বিশ্লেষকেরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও দক্ষতা বা যোগ্যতার চেয়ে একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন তিনি।

সবচেয়ে বড় হতাশা দেখা দিয়েছে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজের নাম ঘোষণা নিয়ে। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নারী পাচারের অভিযোগে কয়েক বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত চলেছে। গেটজ অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে থাকেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। গেটজের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেগসেথকে নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার বড় প্রতিষ্ঠান চালানোর কোনও অভিজ্ঞতা নেই। তিনি ফক্স নিউজ নেটওয়ার্কের সঞ্চালক।

ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী বিতর্কিত রাজনীতিক রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়ায় সমালোচনা হচ্ছে। কারণ, চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দেয়ার ইতিহাস আছে কেনেডির। তিনি টিকার বিরোধিতা করে থাকেন। তার দাবি, শৈশবে দেয়া টিকাগুলো শিশুদের প্রতিবন্ধী করে দেয়। তবে এর সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এছাড়াও, জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তুলসী গ্যাবার্ড রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলছেন বলে ক্ষোভ জানিয়েছেন অনেকে। গ্যাবার্ড বলেছেন, নিরাপত্তাজনিত বৈধ উদ্বেগ থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিয়োগ নিয়ে সমালোচনা

আপডেট সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

আমেরিকায় গত ৫ই নভেম্বর নির্বাচনে জেতার পর পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজানোর কাজে ব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০শে জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর আগে, নিজ প্রশাসনের নিয়োগ কাজের বাছাই পর্ব শেষ করতে চান ট্রাম্প।

এরই মধ্যে অনেকের নাম ঘোষণা করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ব্যক্তিরা। তবে, একান্ত কিছু অনুগত ব্যক্তিদের মনোনয়ন দিয়ে ডেমোক্রেটদের সমালোচনার মুখে পড়েছেন। হতাশা প্রকাশ করেছেন রিপাবলিকানরাও।

তবে, বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ দেয়ার জন্য ট্রাম্প যাদের বেছে নিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প ঘোষিত নামগুলো নিয়ে ডেমোক্রেটরা, এমনকি রিপাবলিকানদের কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। বিশ্লেষকেরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও দক্ষতা বা যোগ্যতার চেয়ে একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন তিনি।

সবচেয়ে বড় হতাশা দেখা দিয়েছে অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজের নাম ঘোষণা নিয়ে। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নারী পাচারের অভিযোগে কয়েক বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত চলেছে। গেটজ অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করে থাকেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। গেটজের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেগসেথকে নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার বড় প্রতিষ্ঠান চালানোর কোনও অভিজ্ঞতা নেই। তিনি ফক্স নিউজ নেটওয়ার্কের সঞ্চালক।

ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী বিতর্কিত রাজনীতিক রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়ায় সমালোচনা হচ্ছে। কারণ, চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দেয়ার ইতিহাস আছে কেনেডির। তিনি টিকার বিরোধিতা করে থাকেন। তার দাবি, শৈশবে দেয়া টিকাগুলো শিশুদের প্রতিবন্ধী করে দেয়। তবে এর সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এছাড়াও, জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তুলসী গ্যাবার্ড রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলছেন বলে ক্ষোভ জানিয়েছেন অনেকে। গ্যাবার্ড বলেছেন, নিরাপত্তাজনিত বৈধ উদ্বেগ থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।